কলকাতা: বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কনসার্ট ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’-এ আসেন এ আর রহমান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন টলিউড তারকা জিৎ। তাঁর আগামী ছবি 'চেঙ্গিজ'-এর (Chengiz) ঘোষণা করলেন তিনি। দিনভর বিনোদন জগতে নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে
জিতের নতুন ছবি
চলতি বছর ইদে মুক্তি পেতে চলেছে টলিউড (Tollywood) সুপারস্টার জিতের (Jeet) নতুন ছবি 'রাবণ' (Ravaan)। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। নতুন ছবি মুক্তির আগেই আগামী ছবির ঘোষণা করলেন অভিনেতা। নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির ঘোষণা করেন জিৎ। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন টলিউড তারকা জিৎ। তাঁর আগামী ছবি 'চেঙ্গিজ'-এর (Chengiz) ঘোষণা করলেন তিনি। একটি ছবিতে আগামী ছবির পোস্টার রয়েছে। অন্য একটি ছবিতে ছবির কলাকুশলীদের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। অন্য আর একটিতে দেখা যাচ্ছে শুভ মহরতের পুজোর ছবি। নতুন ছবি 'চেঙ্গিজ'-এর ঘোষণা করে অভিনেতা জিৎ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখেন, 'পরবর্তী আসছে। দেখা করে নিন 'চেঙ্গিজ' গ্যাংয়ের সঙ্গে।' জিতের পোস্ট থেকে জানা যাচ্ছে, 'চেঙ্গিজ' ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। ছবিতে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন জিৎ। সঙ্গে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। জিৎস ফিল্মওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। যদিও কবে এই ছবি মুক্তি পাবে সে সম্পর্কে এখনও কিছু জানান হয়নি।
অভিষেকের স্ত্রীর আর্জি
আজ অভিষেকের প্রোফাইল ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তাঁর স্ত্রী সংযুক্তা। সেখানে তিনি লিখেছেন, 'আমি সংযুক্তা, অভিষেকের স্ত্রী। আমি অনুরোধ করছি আমায় ও আমার মেয়ে সাইনাকে এই কঠিন সময়ে একটু একা ছেড়ে দিন। অনুরোধ করছি, দয়া করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দেবেন না। অভিষেক তাঁর পরিবারকে আর্থিকভাবে সক্ষম ও সুরক্ষিত অবস্থাতেই রেখে গিয়েছেন। ওঁর পরিবারই ওর জন্য সব ছিল। ওর চলে যাওয়ার পরেও যাতে আমাদের কোনওরকম সমস্যার মধ্যে না পড়তে হয়, সেই ব্যবস্থাও করে গিয়েছেন উনি। জীবনে খুব নীতিবোধ ছিল অভিষেকের। কোনোদিন কারও কাছে সাহায্যের জন্য হাত পাতেনি। ওঁর মৃত্যুর পরেও আমার উচিত ওঁর নীতিকে সম্মান জানানো। আমি নিজে একটি চাকরি করি। অনেক জায়গায় গুজব ছড়ানো হয়েছে, অভিষেক চট্টোপাধ্যায়ের পরিবারের আর্থিক সাহায্যের প্রয়োজন। আমি এই কথাটা স্পষ্ট করে জানাতে চাই, অভিষেক চট্টোপাধ্যায়ের পরিবারের কোনওরকম আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। এই সংক্রান্ত রটা সমস্ত খবর মিথ্যে। এই ধরণের খবরে ওঁর আত্মা শান্তি পাবেন না। নীতিবোধ সম্পন্ন একজন মানুষের সম্পর্কে এই ধরণের খবর রটানো বন্ধ করুন। অনুরোধ করছি।'
মুক্তির দিন ঘোষণা ৬ ছবির
একদিনে ছয় ছবির মুক্তির দিন ঘোষণা। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল একগুচ্ছ ছবি মুক্তির দিন। এর মধ্যে এসভিএফ ও ক্যামেলিয়া যে দুটি ছবির জন্য হাত মিলিয়েছিল, আগেই সেই দুটি ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছিল এসভিএফের তরফে। সেই দুটি ছবি হল 'খেলা যখন' (Khela Jokhon) ও ব্যোমকেশ (Byomkesh)। এই দুটি ছবিরই পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। আজ মুক্তির দিন ঘোষণা হল 'ইস্কাবনের বিবি' (Ishkaboner Bibi), 'অতিউত্তম' (Ati Uttam), 'মায়াকুমারী' (Maya Kumari) ও 'তীরন্দাজ শবর' (Tirandaj Sabar)-এর। চলতি বছরের ২৭ মে মুক্তি পাবে 'তীরন্দাজ শবর'। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এরপর ১৭ জুন মুক্তি পাবে 'মায়াকুমারী' ছবিটি। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়। এই ছবির পরিচালকের ভূমিকায় রয়েছেন অরিন্দম শীল। আবীর ছাড়াও এই ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত, অরুণিমা ও সৌরসেনীকেও। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' ছবিটি মুক্তি পাবে ৩০ ডিসেম্বর। 'ইস্কাবনের বিবি' ছবিটি মুক্তি পাবে ১৬ ডিসেম্বর। এই ছবিটিরও পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল। এই ছবিতে বড়পর্দায় দেখা যাবে অভিনেত্রী তৃণা সাহাকে।
আরও পড়ুন: দার্জিলিং সফরে বলি তারকা গোবিন্দ, কথা বললেন স্থানীয়দের সঙ্গে
মুক্তি পেল 'বনবিবি' (Bonbibi) ছবির প্রথম টিজার পোস্টার। এর আগেই অবশ্য মুক্তি পেয়েছিল 'বনবিবি' রূপে পার্নো মিত্রের (Parno Mitra) লুক। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনিই। ছবিতে তাঁর চরিত্রের নাম রেশম। আজ সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে নিয়েছেন রানা। সেখানে স্পষ্ট হয় কারও মুখ। কেবল বোঝা যাচ্ছে, জঙ্গলের মধ্যে পাথরের ওপর বসে রয়েছেন এক নারীমূর্তি। তাঁর মাথায় মুকুট। খোলা চুলের পিছন থেকে ঠিকরে বেরোচ্ছে জ্যোতি। লাল পাড়ি সাদা শাড়ি ও পায়ের আলতায় সেই নারীমূর্তি যেন রহস্যময়ী।
দার্জিলিং সফরে বলি তারকা গোবিন্দ
মায়ানগরী ছেড়ে বাংলার পাহাড়ের বুকে তারকা। হঠাৎই দার্জিলিংয়ের রাস্তায় দেখা মিলল বলিউড তারকা গোবিন্দর (Govinda)। স্ত্রীর সঙ্গে দার্জিলিংয়ে নিজের বাড়িতে ছুটি কাটাতে এসেছেন তিনি। দার্জিলিংয়ের ঘুম-এর জলপাহাড় এলাকায় নিজের বাড়িতে সময় কাটাতে এসেছিলেন গোবিন্দ। প্রতি বছরই কয়েকটা দিনের জন্য পাহাড়ে কাটিয়ে যান তিনি। গত রবিবার পাহাড়ে আসেন বলি তারকা, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। জলপাহাড় এলাকায় ছুটি কাটাতে এলে সবসময়েই সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে মিশে যান গোবিন্দ। সেলফি তোলা থেকে শুরু করে স্থানীয়দের সঙ্গে কথা বলা, সবই তাঁর রোজকার কাজ। সকাল থেকেই ইদানিং লাইন পড়ছে জলপাহাড়ের সেই বাড়ির সামনে। গোবিন্দর এক ঝলক দেখা পেতে উৎসুক সকলেই। নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়ে সবার সঙ্গে কথা বলেন গোবিন্দ। এমনকি ট্যুরিস্টরাও গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলেন তাঁর সঙ্গে।