কলকাতা: এই মুহূর্তে টক অফ দ্য টাউন রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে। গতকাল বিয়ে সারার পর থেকে নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বাংলা নববর্ষ উপলক্ষে টলিউডে মুক্তি পেল একাধিক ছবির টিজার কিংবা পোস্টার অথবা গান। পাশাপাশি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সাফল্যের পর নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল। সেরা খবরগুলিতে (Top Entertainment News Today) চোখ বুলিয়ে নিন।


রণালিয়ার বিয়ের পর আবেগঘন পোস্ট কর্ণ জোহরের-


১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়লেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। স্বপ্নের বিয়ের আসরে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন। হাজির ছিলেন পাত্র ও পাত্রীর দুজনেরই খুব কাছের মানুষ, পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর।  বিয়ের অনুষ্ঠানের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন কর্ণ। ক্যাপশনে লিখলেন, 'এমন সব দিনের জন্যই তো বেঁচে থাকা... যেখানে পরিবার, ভালবাসা এবং পরম আবেগের সবচেয়ে সুন্দর মিশ্রণ রয়েছে... উচ্ছ্বসিত এবং হৃদয় ভালবাসায় পরিপূর্ণ... আমার প্রিয় আলিয়া, জীবনের খুব সুন্দর একটি পদক্ষেপ নিয়েছ তুমি এবং আমার ভালবাসা আশীর্বাদ তোমার সঙ্গে সবসময় আছে... রণবীর!!! তোমাকে খুব ভালবাসি... এখন এবং সবসময়! তুমি এবার আমার জামাই হলে... শুভেচ্ছা এবং খুশি থাকো আজীবন।'


রণবীর-আলিয়াকে নতুন জীবনের শুভেচ্ছা দীপিকা-ক্যাটরিনার-


চার হাত এক হল রণবীর কপূর ও আলিয়া ভট্টের। রণবীর কপূরের পুরনো দুই প্রেম নিয়ে বেশ চর্চা হয়েছিল। দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ, দুই বলি তারকার সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল রণবীরের। এবং দুজনেই সম্পর্ক ভাঙার পর রণবীরের সম্পর্কে প্রকাশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছেন। শোনা যায়, পুরনো প্রেমিকের বিয়ের দিন কয়েক আগেই দেশ ছাড়েন ক্যাটরিনা ও দীপিকা। ফলে রণবীর ও আলিয়ার বিয়ের দিন অনুরাগীদের নজর ছিল তাঁরা কোনও মন্তব্য করেন কি না সেই দিকেই। এদিন দুই তারকাই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভট্টের পোস্টে। এরপর ক্যাটরিনা ইনস্টাগ্রামে ছবি দিয়েও শুভেচ্ছা জানান। 


মৃত্যুরহস্যে মোড়া ওয়েব সিরিজে শুভাশিস-অর্ণ-প্রিয়ঙ্কা-


করোনা কাঁটা পেরিয়ে একে একে নতুন নতুন ছবি ও ওয়েব সিরিজ নিয়ে আসছেন পরিচালকেরা। করোনা পরবর্তী সময়ে এবার ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে (Subhasish Mukherjee)। সঙ্গে অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay) ও প্রিয়ঙ্কা ভট্টাচার্যকে (Priyanka Bhattacharjee)। সিরিজের নাম 'নেক্রো' (Necro)। সিরিজটি পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দীপ মোদক। 


শিলাদিত্য মৌলিকের 'হৃদপিন্ড' ছবির প্রথম লুক-


১৩ মে মুক্তি পাচ্ছে 'হৃদপিন্ড' (Hridpindo)। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। নববর্ষের দিন সকাল সকাল নতুন পোস্টার প্রকাশ পেল 'হৃদপিন্ড' ছবির। সঙ্গে লেখা, 'আশা করি এই ছবি আপনাদের হৃদয়ের স্পন্দন অক্ষুণ্ণ রাখবে'। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ মে।


বৃদ্ধ দম্পতির 'উলট পুরাণ' ট্রেলার প্রকাশ্যে-


নববর্ষের প্রথম দিনেই মুক্তি পেল উরিবাবার নতুন সিরিজ 'উলট পুরাণ'-এর ট্রেলার। একগুচ্ছ অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে এক অন্য ধরনের গল্প বলবে এই সিরিজ। এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণাভ মিত্র (Arunava Mitra)। সিরিজে দেখা যাবে এক মফস্বলের বয়স্ক দম্পতিকে। তাঁদের নাম নরেন আর মমতাময়ী। হঠাৎ এক সকালে এক আশ্চর্য ওষুধের প্রভাবে দুজনে পৌঁছে যাবে তাঁদের যৌবনে। খিটখিটে দাম্পত্য জীবনে বইতে শুরু করবে বসন্তের ফুরফুরে বাতাস। জীবনের উল্টো গ্রাফের এই অ্যাডভেঞ্চারে একে একে সামিল হতে শুরু করবে তাদের প্রতিবেশী পরেশ, রমা, বাড়ির দুধওয়ালা এমনকী তাদের ছেলে-মেয়েও। 


আরও পড়ুন - Cheene Baadaam New Song: জুটিতে এনা-যশ, মুক্তি পেল 'চিনে বাদাম' ছবির নতুন গান


আয় খুকু আয় টিজার-


সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়' ছবির টিজার মুক্তি পেল নববর্ষের দিন। শুরুতেই এক শিশুকণ্ঠ শোনা যাচ্ছে। 'বুম্বা আঙ্কল'-এর ছবির তালিকা জিজ্ঞেস করায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় সলজ্জ উত্তর, 'সে কি আর গুনে রেখেছি রে? মনেও থাকে না সব।' এরপরই উঠে আসে এক বাবার গল্প। তাঁর সঙ্গে একমাত্র মেয়ের সম্পর্কের গল্প। কারণ তাঁর মতে সব চরিত্র 'ভোলা যায় না'। বুম্বা দাকে বলে যেতে শোনা যায়, 'কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না, আমাকে, সারা জীবন।'


দেশজুড়ে প্রায় ১৩৫ কোটির ব্যবসা করল 'কে জি এফ: চ্যাপ্টার ২'-


প্রথম দিনে দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। এতদিনের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। এই 'কেজিএফ: চ্যাপ্টার ২' একক তারকার ছবি হিসেবে সর্বোচ্চ ওপেনার হয়ে উঠেছে। শুধু হিন্দিতেই এই ছবি প্রথম দিনে ৬৩.৬৬ কোটি টাকার ব্যবসা করেছে। কর্ণাটকে প্রথম দিনে সর্বোচ্চ ব্যবসা করা কন্নড় ছবি এটি। একই ঘটনা কেরলেও। একইসঙ্গে 'কেজিএফ'-এর প্রথম দিনের রেকর্ডও ভাঙল এই ছবি।


'কেজিএফ চ্যাপ্টার টু'-এর সাফল্য প্রসঙ্গে রামগোপাল ভার্মা-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর ব্যবসা প্রসঙ্গে একটি পোস্ট করেছেন রামহোপাল ভার্মা। তিনি লেখেন, ''কেজিএফ চ্যাপ্টার টু'-এর এই বিশাল সাফল্য প্রমাণ করে দিল যে টাকা খরচ করা দরকার ছবি তৈরিতে। বড় তারকার আরও বড় পারিশ্রমিকে খরচ করা নয়। তবেই এই ব্যাপক সাফল্য আসবে।' 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবিতে অভিনয় করেছেন যশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন ও আরও অনেক অভিনেতাকে। 


আগামী ছবির ঘোষণা 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালকের-


এদিন 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানালেন যে, তাঁর আগামী ছবির নাম হতে চলেছে 'দ্য দিল্লি ফাইলস' (The Delhi Files)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি লেখেন, 'যে সমস্ত মানুষ 'দ্য কাশ্মীর ফাইলস' দেখেছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। গত চারটে বছর ধরে আমরা অনেক পরিশ্রম করেছি। সততার সঙ্গে, কঠোর পরিশ্রমের সঙ্গে কাজ করেছি। হতে পারে অনেকের ভাবাবেগে আঘাত লেগেছে। কিন্তু কাশ্মিরী হিন্দু পণ্ডিতদের জীবনের যে যন্ত্রণার গল্প ঢাকা পড়ে ছিল, তা সকলের সামনে তুলে ধরা খুবই দরকার ছিল।' এই পোস্টের পরই আগামী ছবির নাম ঘোষণা করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। জানিয়ে দেন তাঁর আগামী ছবির নাম হতে চলেছে 'দ্য দিল্লি ফাইলস'।


রণবীর-আলিয়া রিসেপশন প্রসঙ্গে নীতু কপূর-


রণবীর কপূরের বান্দ্রার বাড়ি 'বাস্তু'তে বসেছিল বিয়ের আসর। বিয়ে শেষে সদ্য বিবাহিত দম্পতি রণবীর-আলিয়া ছাড়াও সংবাদমাধ্যমের সামনে আসেন নীতু কপূর, ঋদ্ধিমা কপূর সাহানি প্রমুখরা। সেখানেই যখন রিসেপশনের কথা জিজ্ঞাসা করা হয়, নীতু কপূর বলেন, 'আপনারা সকলে ভালো থাকুন। আলিয়া এবং রণবীরের জন্য খুশি প্রার্থনা করুন। সব হয়ে গিয়েছে। এবার আপনারা বিশ্রাম নিন।' নীতু কপূরের কথা অনুযায়ী আন্দাজ করা হচ্ছে যে, রণবীর-আলিয়ার কোনও রিসেপশন (Ranbir Alia Reception) পার্টি হচ্ছে না। যদিও সময় উত্তর দেবে।


প্রয়াত ঋষির উদ্দেশে আবেগপ্রবণ বার্তা নীতু কপূরের-


রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে মিটতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ পোস্ট করলেন নীতু কপূর। ছবিতে দেখা যাচ্ছে ছেলের কাঁধে হাত দিয়ে হাসিমুখে ক্যামেরায় পোজ দিচ্ছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে নীতু কপূর লেখেন, 'এই ছবি উৎসর্গ করলাম কপূর সাবকে। তোমার ইচ্ছা সবসময় পূরণ হবে।' নীতু কপূরের এই পোস্ট শেয়ার হতেই চোখে জল অনুরাগীদের। তাঁর পোস্টে কমেন্ট করেছেন, অনিল কপূর, একতা কপূর, সোনালি বেন্দ্রে, সুধা চন্দ্রণ প্রমুখরা। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কপূর। নিউ ইয়র্কে চলছিল তাঁর চিকিৎসাও। কিন্তু গত ২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঋষি কপূরের শেষ অভিনীত ছবি 'শর্মাজি নমকিন'। যদিও এই ছবির কাজ শেষ করে যেতে পারেননি ঋষি। বাকি কাজ শেষ করেন পরেশ রাওয়াল।


মুক্তি পেল 'চিনে বাদাম' ছবির নতুন গান-


এদিন অভিনেত্রী - প্রযোজক এনা সাহা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'চিনে বাদাম' ছবির প্রথম গান শেয়ার করে নিয়েছেন। গানের নাম 'হারিয়ে যাও যদি ভিড়ে'। সঙ্গে লিখেছেন, 'সব ভালোবাসার গল্পেরই নিজের রঙ থাকে। সেই রঙ দিয়ে তারা স্বপ্ন আঁকে। অপেক্ষার শেষ হয়েছে।' 'হারিয়ে যাও যদি ভিড়ে' গানটি গেয়েছেন অনুপম রায় ও মেঘলা দাশগুপ্ত।