কলকাতা: বলিউড থেকে টলিউড, বিনোদন জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।
প্রথমবার পর্দায় জুটি হিসেবে কৌশিক-চূর্ণী, থাকছেন বনি-কৌশানীও-
পরিচালক রোহন সেন (Rohan Sen)-এর পরিচালনায় আসছে নতুন ছবি 'শুভ বিজয়া' (Subha Bijoya)। বনি, কৌশানি, কৌশিক ও চূর্ণি ছাড়াও এই ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), দেবতনু (Devtanu) ও অমৃতা দে (Amrita Day)। 'কিছুক্ষণ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি। এই ছবিতে একটা নয়, জোড়া চমক রয়েছে। এই ছবির সৌজন্যে প্রথমবার একটি পারিবারিক গল্পে জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। একটি বিবাহিত জুটির ভূমিকায় অভিনয় করবেন তাঁরা। আর এই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)।
নস্ট্যালজিয়া মাখা ছবিতে 'মহারাজ'-কে জন্মদিনের শুভেচ্ছা মীরের-
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আজ তাঁর ৫০তম জন্মদিন। আর মহারাজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে স্মৃতিমেদুর মীর। ছবিতে দেখা যাচ্ছে, সঞ্চালকের ভূমিকায় রয়েছেন মীর। পাশে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। মীর লিখছেন, 'তখন দাদার ২৪। আর আমি ৩ পয়েন্ট পিছিয়ে।' অর্থাৎ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের তখন ২৪ বছর বয়স, আর মীরের ২১। দীর্ঘদিন আগের সেই ছবি যত্নে রেখেছেন মীর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে 'মহারাজ'-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মীর।
জামাইকার নীল সমুদ্রতটে আমেজের ছুটিযাপন রাজ-শুভশ্রী ইউভানের-
এবার তাঁদের ঠিকানা জামাইকা। নীল সমুদ্রতীরে রোদ পোহাচ্ছেন টলিউডের প্রথম সারির এই জুটি। বালি মাখছেন, সমুদ্রের জলের নীল উপভোগ করছেন আর তাঁদের সোশ্যাল মিডিয়া একাউন্ট ভরে উঠছে ছবিতে। তবে নিভৃতে নয়, দম্পতির সঙ্গে রয়েছে তাঁদের একরত্তি ছেলে। এছাড়াও রয়েছেন বন্ধুরা। সোশ্যাল মিডিয়ায় জামাইকায় ছুটি কাটানোর ছবি অকপটে ভাগ করে নিচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।
আরও পড়ুন - Kolkata Chalantika: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ ঘোষণা 'কলকাতা চলন্তিকা' টিমের
তরুণ মজুমদারের ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়ে পরিচালকের পারলৌকিক কাজ করলেন দেবশ্রী-
তরুণ মজুমদারের (Tarun Majumdar) স্মৃতিতে, তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ পুজো-অর্চ্চনার আয়োজন করলেন দেবশ্রী রায় (Debashree Roy) এবং অয়ন বন্দ্যোপাধ্যায় (Ayan Banerjee)। দেবশ্রীর কথায়, প্রয়াত পরিচালকের ইচ্ছেকে মর্যাদা দিতেই এই আয়োজন করেছেন তিনি। তরুণ মজুমদারের সঙ্গে দেবশ্রী রায়ের সম্পর্ক ছিল বাবা আর মেয়ের মতোই। সিনেমায় দেবশ্রীর নামকরণও করেছিলেন তরুণ মজুমদার। প্রয়াত পরিচালকের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানালেন দেবশ্রী। তাঁর আত্মার শান্তি কামনায় এদিন শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত রইলেন দেবশ্রী এবং শ্রীমান পৃথ্বীরাজের অভিনেতা অয়ন বন্দ্যোপাধ্যায়।
প্রেম-বিরহ-যন্ত্রণায় ভরা 'এক ভিলেন রিটার্নস'-এর গান 'দিল'-
মোহিত সুরির ছবির মানেই সেখানে থাকবে মন ভালো করা গান। তা সে 'আশিকি টু' ছবির 'তুম হি হো' হোক আর 'এক ভিলেন' ছবির 'গলিয়াঁ' হোক। কিংবা 'মলং' ছবির টাইটেল ট্র্যাক। মুক্তি পাওয়া মাত্র শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে এই সমস্ত গান। আর এবার সেই ধাঁচেই 'এক ভিলেন রিটার্নস'-এর নতুন গান 'দিল' মুক্তি পেল। রোম্যান্টিক এই গানটিতে সুর দিয়েছেন কৌশিক-গুড্ডু। কুণাল ভার্মার লেখায় গানটি গেয়েছেন রাঘব চৈতন্য। নেট দুনিয়ায় প্রকাশ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টাতেই এখনও পর্যন্ত এই গানের ভিউ ছাড়িয়েছে ২২ লক্ষেরও বেশি।
রণবীর কপূর কি ভুলবশত সন্তানের লিঙ্গ ফাঁস করলেন?
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের আগামী ছবি 'শামশেরা'র প্রচারে গিয়েছিলেন রণবীর কপূর। সেখানেই ছোট পর্দার অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়ে আগত সন্তানকে নিয়ে তথ্য দিয়ে ফেলেন অভিনেতা। একটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন রণবীর। অভিনেত্রী তাঁকে কীভাবে বাচ্চাদের ডায়পার বদলাতে হয়, তা শেখাচ্ছেন। সেই সময়ই রণবীরের হাতে একটি বাচ্চা পুতুল দেওয়া হয়। আর পুতুল হাতে নিয়েই রণবীর বলে ওঠেন, 'আলে লে মেরি বেটি... (আমার মেয়ে)।' এই ভিডিও প্রকাশ্যে আসলেই অনুরাগীরা কমেন্টে নানা মন্তব্য করছেন। তাঁরা একপ্রকার ধরেই নিয়েছেন যে, আলিয়া ভট্টের কোল আলো করে আসতে চলেছে কন্যাসন্তান। অনুরাগীরা কমেন্টে এটা বলতেও বাকি রাখেননি যে, বাচ্চার পুতুল হাতে পেয়েই 'রকস্টার' তারকার মুখ ফসকে আসল সত্যিটা বেরিয়ে পড়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ ঘোষণা 'কলকাতা চলন্তিকা' টিমের-
এদিন 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন 'কলকাতা চলন্তিকা' ছবির কলাকুশলীরা। ভিডিওতে খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, পরিচালক পাভেল সকলকেই দেখা যাচ্ছে। জানা গিয়েছে, ১৫ জুলাইয়ের পরিবর্তে এই ছবি মুক্তি পাবে আগামী ২৬ অগাস্ট। মাদার টেরেসার জন্মদিনে মুক্তি পাবে এই ছবি।