সুনীত হালদার, হাওড়া: লোকাল ট্রেনের সিটের নিচে থেকে উদ্ধার হল সদ্যোজাত কন্যা সন্তান (Girl Child)। কারশেডে ট্রেন আসার পর সাফাইকর্মীরা সিটের নিচে সদ্যোজাত (Infant) সন্তানটিকে দেখতে পান। রেলের চাইল্ড লাইনে (Railway Child Line) খবর দেওয়ার পাশাপাশি চলছে সদ্যোজাতর বাবা-মায়ের খোঁজও।
সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার-
রেলসূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বামুনগাছি কারশেডে আসে বর্ধমান লোকাল (Bardhaman Local)। অন্যান্য দিনের মতোই রেলকর্মীরা সাফাই করার কাজ শুরু করেন। সেই সময়ই রেলকর্মীদের নজরে আসে, সিটের নিচে রয়েছে একটি সদ্যোজাত কন্যা সন্তান। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন আর পি এফ এবং রেলের চাইল্ড লাইনে। শিশুটিকে নিয়ে গিয়ে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। হাওড়ার ডি আর এম মনীশ জৈন এই খবর প্রসঙ্গে জানিয়েছেন যে, তাঁরা খবর পাওয়ার পরই দ্রুত শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। পাশাপাশি কোথা থেকে শিশুটি এল, কে বা কারা তাকে ফেলে গিয়েছে, সমস্ত বিষয়েই খোঁজ নেওয়া হচ্ছে। শিশুটির বাবা মায়ের খোঁজ চালানো হচ্ছে। কেন শিশুটিকে ফেলে যাওয়া হয়েছে, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন - Howrah Hospital Chaos : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ভাঙচুর হাওড়ার নার্সিংহোমে
কী জানাচ্ছে রেলের চাইল্ড লাইন?
রেলের চাইল্ড লাইনের কাউন্সিল মৌলি চক্রবর্তী জানিয়েছেন যে, এর আগেও এমন ঘটনা ঘটেছে। আগেও কন্যা সন্তান উদ্ধার হয়েছে এভাবে। অনেক সময়েই তদন্ত করে দেখা গিয়েছে যে, কন্যা সন্তান হওয়ার কারণে কিংবা না চাইতেও সন্তান জন্মের কারণে বহু মানুষ ফেলে চলে যায়। এইক্ষেত্রেও এমন কোনও কারণ থাকতে পারে। তবে, পুরো বিষয়টাই এখন তদন্তাধীন। উদ্ধার হওয়া শিশুটি সুস্থ হওয়ার পর চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিতে পাঠানো হবে। পরবর্তীতে সেখান থেকে যেমন নির্দেশ দেওয়া হবে, সেভাবেই শিশুটিকে নিরাপদ আশ্রয়ে রাখা হবে। এই ঘটনা ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল কন্যা সন্তানের নিরাপত্তাকে।