মুম্বই: গত বছর ফেব্রুয়ারিতে তাঁর স্থূলতা নিয়ে টুইট করে হইচই ফেলে দিয়েছিলেন কলমচি শোভা দে। সেই পুলিশ ইনস্পেক্টর দৌলতরাম যোগাওয়াত এখন অনেক রোগা হয়ে গিয়েছেন। ১৮০ কেজি ওজন থেকে ৬৫ কেজি ঝরিয়ে ফেলেছেন তিনি।

দৌলতরামের ওজন নিয়ে কটাক্ষ করে শোভা দের ওই টুইটে রীতিমত হইচই পড়ে যায়। শোভা তাঁর ছবি পোস্ট করে লিখেছিলেন, মুম্বইয়ে আজ ‘ভারী’ পুলিশি ব্যবস্থা। দেখুন সেই টুইট

[embed]https://twitter.com/DeShobhaa/status/834033020080443392?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fzeenews.india.com%2Fmaharashtra%2Fglad-that-ended-well-shobhaa-de-to-madhya-pradesh-cop-who-she-had-fat-shamed-after-he-loses-65-kgs-2088238.html[/embed]

এ নিয়ে তাঁকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়, মুম্বই পুলিশও টুইট করে বলে, ঠাট্টা ইয়ার্কি তাদের ভালই লাগে কিন্তু শোভার টুইটের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই, ওই পুলিশকর্মী মুম্বই পুলিশের কেউ নন। টুইট করে ক্ষমা চেয়ে নেন শোভা, একইসঙ্গে মধ্য প্রদেশ পুলিশকে পরামর্শ নেন, ছবিটি সত্যি হলে ডায়েটিসিয়ানের সঙ্গে কথা বলতে।

দৌলতরামও বলেছিলেন, শোভার টুইটে তিনি দুঃখিত, গলব্লাডারে স্টোন হয়েছিল, তা সরানোর পর এই অবস্থা।

দৌলতরামের কথা শুনে এগিয়ে আসেন মুম্বইয়ের এক বেরিয়াট্রিক সার্জন মুফফজন লাকড়াওয়ালা। মুম্বইয়েরই হাসপাতালে অস্ত্রোপচার করে দৌলতরামের ৬৫ কেজি ওজন বাদ দেন তিনি।

সব শুনে শোভা টুইট করেছেন, সব কিছু ভালয় ভালয় শেষ হয়েছে বলে ভাল লাগছে। ঈশ্বর দৌলতরামের মঙ্গল করুন।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রচণ্ড ডায়াবিটিস, হাইপারটেনশন, নিদ্রাহীনতা সহ নানা রোগে ভুগছিলেন দৌলতরাম। ওজন কমার সঙ্গে সঙ্গে এই সব রোগের হাত থেকেও অব্যাহতি পেতে পারেন তিনি।