কলকাতা: বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মের চলচ্চিত্র পরিচালকদের অনুপ্রাণিত করার জন্য 'মাই সিনেমাহল' (my CinemaHall) আয়োজন করেছিল ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব 'মাই সিনেমা গ্লোবাল চলচ্চিত্র উৎসব' (My Cinema Global Film Festival)।
এবার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ীদের তালিকা। এটি একটি অনলাইন ফেস্টিভ্যাল, তাই, এই প্রতিযোগিতার বিজয়ী ঘোষণাও হল একটি অনলাইন অনুষ্ঠানে, এবং সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও চ্যানেলে।
এই প্রতিযোগিতায় তিনটি বিভাগ রয়েছে, মাই স্টোরি (ফিচার ফিল্ম), মাই শর্টস (শর্ট ফিল্ম), এবং মাই ফ্রেম (নভেল ফিল্ম)।
মাই স্টোরি বিভাগে বেস্ট ফিল্ম হিসাবে মনোনীত হয়েছিল তিনটি ছবি, 'দ্য ফার্স্ট টিচার', 'আইসলেশন', 'তরুলতার ভূত'। এই বিভাগে সেরা ছবির স্বীকৃতি পেল 'দ্য ফাস্ট টিচার'।
মাই শর্টস বিভাগে সেরা ছবির মনোনয়নের তালিকাতে ছিল চারটে ছবি, 'দ্য অ্যাঙ্গুইশ', 'দ্য গেম অফ ডেথ', 'অ্যাট ডন দ্য ইউথ', এবং 'পাড়ি'। এর মধ্যে থেকে বেস্ট ফিল্মের খেতাব জিতে নিল 'দ্য অ্যাঙ্গুইশ'।
মাই ফ্রেম ক্যাটাগরিতে সেরা ছবি হিসাবে সম্মানিত হল 'মাগনের গান'।
পরিচালক সুমন কুমার, তাঁর ছবি 'দ্য অ্যাঙ্গুইশ'-এর জন্য পেলেন 'সেরা পরিচালক'-এর সম্মান। একই ছবির জন্য তিনি জিতে নিয়েছেন 'সেরা চিত্রনাট্য'-র সম্মানও।
'বেস্ট অ্যাক্টর মেল' বিভাগে মনোনীত হয়েছিলেন তিনজন অভিনেতা, ভিথাল কালে (ছবি: দ্য আঙ্গুইশ), শুভায়ন কুমার রায় (ছবি: পাড়ি), এবং রোশন রবীন্দ্র (ছবি: দ্য ফার্স্ট টিচার)। তাঁদের মধ্যে থেকে সেরার পুরস্কার জিতে নিলেন অভিনেতা ভিখাল কালে, 'দ্য অ্যাঙ্গুইশ' ছবিতে তাঁর অসামান্য অভিনয় দক্ষতার জন্য।
বেস্ট অ্যাক্টর ফিমেল বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হলেন মারি ওয়াদৌক্স, 'দ্য আল্টিমেট অ্যাক্ট' ছবির জন্য।
বিজয়ীদের নাম ঘোষণার পর প্রত্যেক পুরস্কার বিজেতা ও প্রতিযোগীদের শুভেচ্ছা জানান বিচারকরা।