কলকাতা: বিশ্বজুড়ে কোভিড চিন্তা বাড়লেও রাজ্যের (West Bengal) করোনা (Coronavirus) গ্রাফে অনেকটাই স্বস্তি। করোনায় টানা ছ'দিন মৃত্যু শূন্য রইল রাজ্য। সোমবার স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) প্রকাশিত তথ্য অনুসারে, একদিনে রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ জন। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ২৩৩। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৭ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ৯৫ হাজার ৩৫৬ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।

  


রাজ্যের করোনা পরিসংখ্যান


স্বস্তি বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় কোনও মৃত্যু হয়নি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৭ জন। এদিকে, করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। দেশে ফের কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪২১।  দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪৯।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৩৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২০ হাজার ৭২৩।   




বিশ্বের পরিস্থিতি


যদিও চিন,আমেরিকা, হংকংয়ে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করে দিয়েছে। চিনে নতুন করে লকডাউন শুরু হয়ে গিয়েছে। তবে ইজরায়েলে নতুন যে করোনা সংক্রমণ দেখা গিয়েছে তা খুব বেশি ভয়ঙ্কর নয় বলে জানিয়েছেন গবেষকরা। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ২২ হাজার ৯৭৫ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ৬ লক্ষ ৪৫ হাজার ৫৭৭।