নয়াদিল্লি: ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড (Golden Globe 2023) প্রথম ভারতীয় ছবি হিসেবে ইতিহাস তৈরি করেছেন পরিচালক রাজামৌলির ছবি 'আরআরআর'। 'বেস্ট অরিজিনাল সং'-এর বিভাগে পুরস্কার জিতে নিয়েছে এই ছবির জনপ্রিয় গান 'নাটু নাটু'। এছাড়া আর কোন বিভাগে কারা পুরস্কার পেল? দেখে নিন তালিকা-



চলতি বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের তালিকা-


'বেস্ট অরিজিনাল সং'-এর বিভাগে 'আরআরআর' ছবির 'নাটু নাটু' গানটি গোল্ডেন গ্লোব অ্যওয়ার্ড পেলেও, বেস্ট মোশন পিকচার নন ইংলিশ বিভাগে হাতছাড়া হয়ে গিয়েছে পুরস্কার। এই বিভাগে 'আরআরআর'কে পিছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছে 'আর্জেন্তিনা, ১৯৮৫' ছবিটি।


১. বেস্ট মোশন পিকচার- ড্রামা বিভাগে জয়ী দ্য ফেবেলম্যানস, ইউনিভার্সাল পিকচার্স


২. বেস্ট মোশন পিকচার- মিউজিকাল বা কমেডি বিভাগে জয়ী- দ্য বংশীস অফ ইনিশেরিন, সার্চলাইট পিকচার্স


৩. বেস্ট টেলিভিশন সিরিজ - ড্রামা বিভাগে জয়ী- হাউজ অফ ড্রাগন


আরও পড়ুন - Golden Globes 2023: সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব জিতে নিল 'নাটু নাটু'


৪. বেস্ট টেলিভিশন সিরিজ- মিউজিকাল অথবা কমেডি বিভাগে জয়ী- অ্যাবট এলিমেন্টরি



৫. বেস্ট অ্যাঙ্কর ইন আ টেলিভিশন সিরিজ- ড্রামা বিভাগে জয়ী- কেভিন কস্টনার


৬. বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ বা টেলিভিশন মোশন পিকচার বিভাগে জয়ী- দ্য হোয়াইট লোটাস


৭. বেস্ট অ্যাক্টর ইন এ লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বা টেলিভিনের জন্য তৈরি মোশন পিকচার বিভাগে জয়ী ইভান পিটার্স


৮. বেস্ট অ্যাকট্রেস ইন এ লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বা টেলিভিনের জন্য তৈরি মোশন পিকচার বিভাগে জয়ী  আমান্ডা সিফ্রাইড


৯. বেস্ট ডিরেক্টর- মোশন পিকচার বিভাগে জয়ী স্টিভেন স্পিলবার্গ