কলকাতা: পায়ে পায়ে ৫০০ পর্ব পেরিয়ে গেল জি বাংলার ধারাবাহিক 'গৌরী এল' (Gouri Alo)। ধারাবাহিকের ৫০০ পর্ব উদযাপনে এদিন সেটেই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। শুধু তাই নয়, প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল এই ধারাবাহিকের কিছু অনুরাগীদের। তাঁরাও সামিল হয়েছিলেন এই ৫০০ পর্ব উদযাপনে। কেক কেটে আনন্দে মাতল গোটা টিম। আয়োজন ছিল খাওয়া দাওয়ারও।


এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ (Chandrayee Ghosh)। ধারাবাহিকে তাঁর নাম শৈল। গল্পের ওঠাপড়ার মধ্যে দিয়ে বিভিন্ন লুকে, বিভিন্ন চরিত্রের শেডে দেখা গিয়েছে তাঁকে। ৫০০ পর্ব শেষে ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন চান্দ্রেয়ী। এদিন তিনি বলেন, 'ধারাবাহিকের ৫০০ পর্ব আমরা অতিক্রম করেছি দর্শকদের আশীর্বাদে। তাঁদের অনেক ধন্যবাদ আমাদের এমন করে, টানা এতটা সময় ধরে দেখতে চাওয়ার জন্য। আমার চরিত্র সম্পর্কে বলতে গেলে যেটা প্রথমেই বলতে হয় যে, আমি প্রতিদিন বাড়ি যেতে ভাবি.. আর কত বদমাইশি করব! আর কি কি করবে এই চরিত্রটা! তবে এখানে একটা মজা রয়েছে। শৈল প্রথমে ছিল প্রচণ্ড রাগী, তার প্রচন্ড সাজগোজ। এখন সেই ইমেজ ছেড়ে সম্পূর্ণ বেরিয়ে আসতে পেরেছি। সেই সুযোগ আমায় ধারাবাহিক করে দিয়েছে। যখন গৌরী দেবী হয়ে গিয়েছিল তখন শৈল নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিল। তারপরে আবার সে ক্ষমতা অর্জন করে উঠে দাঁড়ায়। ৫ বছর পরে, বর্তমানে ধারাবাহিকের গল্প যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেই সময়ে আমার লুকটা নিয়ে ভীষণ আগ্রহী ছিলাম আমি। মুখে কালি মেখে একেবারে ভিখারীর বেশ। আমাদের ইন্দ্রপুরী স্টুডিওর গেটের কাছে বসে বসে অভিনয় করতাম। সেই অভিজ্ঞতা আবার একেবারে অন্যরকম।'


এই অবধি বলে থামলেন চান্দ্রেয়ী, তারপরে ফের বললেন, 'আমাদের এই ধারাবাহিকে সবার সঙ্গে সবার এত ভাল সম্পর্ক.. সবসময় মজা করছি, একে অপরকে রাগাচ্ছি। অথচ কেউ খারাপ কিছু ভাবছি না। এমন একটা টিম তো সবসময় পাওয়া যায় না। তবে কাজের সময় আবার সবাই মন দিয়ে কাজটা করি। আর আমাদের ধারাবাহিকে তো বিভিন্ন বয়সের শিল্পীরা রয়েছেন। সবার সঙ্গেই একরকম ভাবে মিশে যাই আমরা। ভীষণ মজা করে কাজ হয়।'


আরও পড়ুন: Anirban Bhattacharya: সিনেমাহলের টিকিট কেটে '২২ শে শ্রাবণ' দেখেছিলেন, সেই 'প্রবীর রায়চৌধুরী'-র সঙ্গেই রহস্য সমাধানে অনির্বাণ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial