কলকাতা: বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan) ও ঋতব্রত মুখোপাধ্যায়কে (Rwitobroto Mukherjee)। 'হেমন্তের অপরাহ্ন' ছবির পরিচালনার দায়িত্বে অশোক বিশ্বনাথন। সম্প্রতি এই ছবির পোস্টার লঞ্চ করলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও নাট্যব্যক্তিত্ব গৌতম ঘোষ। ('Hemanter Aparanha' Poster Launch)


আসছে 'হেমন্তের অপরাহ্ন', প্রকাশ্যে এল পোস্টার


পুরস্কার বিজয়ী পরিচালক অশোক বিশ্বনাথনের নতুন সিনেমা 'হেমন্তের অপরাহ্ন'। ছবিতে প্রেম, ক্ষতি এবং শিল্পের বিবর্তনের মাধ্যমে দর্শকদের একটি আবেগঘন যাত্রায় নিয়ে যাওয়া হবে। সম্প্রতি কলকাতায় হয়ে গেল সিনেমার গ্র্যান্ড পোস্টার লঞ্চ অনুষ্ঠান। পোস্টার উন্মোচন করলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্রী গৌতম ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অশোক বিশ্বনাথন, প্রযোজক অমিত আগরওয়াল। সঙ্গে অবশ্যই ছিল 'হেমন্তের অপরাহ্ন' ছবির কলাকুশলীরা। ছবিটি কোভিড অতিমারী চলাকালীন মানব জীবনের অনিশ্চয়তা, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগসহ বিশ্বে ঘটে চলা সমসাময়িক একটি গতিশীল এবং নাটকীয় অনুসন্ধান।
 
নিজের ছবি নিয়ে পরিচালক বলেন, 'সিনেমাটি কলকাতা ও শহরতলির একাধিক স্থানে শ্যুট করা হয়েছে। প্রেক্ষাপট কোভিডের সময়ে তৈরি করা হয়েছে। এই ছবি থিয়েটার জগতের নেপথ্যের দৃশ্য এবং শিল্পীদের সংগ্রামকে তুলে ধরবে। কীভাবে মানুষ চলচ্চিত্র এবং থিয়েটারে পর্দার পিছনের ঘটনাগুলির সঙ্গে তাদের সম্পর্কগুলিকে একটি আদল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই গল্প বলবে এই ছবি। উদ্বেগ এবং বিষণ্ণতা কীভাবে সাম্প্রতিক সময়ে মানুষকে আত্মহননের দিকে প্ররোচিত করে তাও এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রযোজক অমিত আগরওয়ালের সহযোগিতা পেয়ে আমি আনন্দিত। বিভিন্ন ধরণের ভাষা নির্বিশেষে ভাল সিনেমা দর্শকের কাছে তুলে ধরার ক্ষেত্রে জনপ্রিয় তিনি।'
 
প্রযোজক অমিত আগরওয়াল বলেন, 'যদিও সিনেমাটি একজন বয়স্ক বিধবার নিঃসঙ্গতার যন্ত্রণাকে কেন্দ্র করে তৈরি যা অতীতেও কয়েকটি ছবিতে চিত্রিত হয়েছিল, কিন্তু এবার অশোক বিশ্বনাথন আকর্ষণীয়ভাবে লুইগি পিরানডেলোর একটি নাটককে সমান্তরালভাবে ব্যবহার করেছেন। আমি অবশ্যই বলব অশোক দা একাধিক উপাদান নিয়ে একটি ভিন্ন ধরনের সিনেমা তৈরি করেছেন যা কেবল তাঁর সিনেমার দর্শককেই নয়, বাংলা চলচ্চিত্রের যে কোনও দর্শককে যথেষ্ট আলোড়িত করবে।'
 
অমিত আগরওয়াল ‘এম. এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি' এবং কঙ্গনা রানাউত অভিনীত 'সিমরন'-এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি  প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত 'রাহগির' নামে একটি ছবিও প্রযোজনা করেছেন, যা এখনও মুক্তি পায়নি। 'হেমন্তের অপরাহ্ন'র সঙ্গে তিনি  আত্মিকভাবে জড়িত। 


আরও পড়ুন: Sharmin Segal: 'অভিব্যক্তিহীন' আলমজেব! তীব্র কটাক্ষের মুখে শরমিন সেহগল, মুখ খুললেন অভিনেত্রী
 
এই সিনেমায় অভিনয় করেছেন অনুষা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় রয়েছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ পার্শ্ব  চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী। ছবিতে গানের সুর করেছেন গৌরব চট্টোপাধ্যায়। 'হেমন্তের অপরাহ্ন' চলতি বছরের জুন মাসে মুক্তি পাওয়ার কথা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।