কলকাতা: প্রত্যেক অভিনেতার জীবনেই কিছু না কিছু কঠিন সময় আসে। সেই সময়ের কথা বাইরের অনেকেই হয়তো জানতে পারেন না। জানতে পারেন কেবল অভিনেতা নিজে। ব্যতিক্রম নন অভিনেতা গোবিন্দ (Govinda)-ও। একসময়ে একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে তাঁকে একাধিক লোক এই কথা বলেছেন, তিনি নাকি কাজ পাচ্ছেন না। অথচ যখন সবাই এই সমস্ত কথা বলছেন, তখন নাকি একটি ১০০ কোটির ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন গোবিন্দ! আর তারপরে তাঁর এতটাই আফশোস হয়েছিল যে, নিজেই নিজেকে চড় মারতে ইচ্ছে করেছিল।
গোবিন্দ সদ্যই মুকেশ খান্নাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'যখন সবাই লিখছিলেন, আমি কাজ পাচ্ছি না। কেউ জানত না, আমি তখন একটা ১০০ কোটির প্রোজেক্ট ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে, আয়নার সামনে দাঁড়িয়ে আমার নিজেকে নিজে চড় মারতে ইচ্ছা করেছিল। আমার নিজেকে বলতে ইচ্ছে করছিল, আমি কি পাগল হয়ে গিয়েছি? এই টাকাটা দিয়ে তো আমি কত কিছু করতে পারতাম। জীবন বদলে ফেলতে পারতাম। ছবিটি মুক্তি পেয়েছে এবং আমায় যে চরিত্রটা অফার করা হয়েছিল, সেই চরিত্রটাও দারুণ প্রশংসিত হচ্ছে।' কিন্তু এরপরেই গোবিন্দ বলেন, 'সেই মুহূর্তে আমার যেটা মনে হয়েছিল সেটাই করেছিলাম। নিজের মনের কথাও মাঝেমধ্যে শোনা উচিত। নিজের কাছে সৎ থাকা উচিত।'
গোবিন্দ নিজের কেরিয়ারের খারাপ সময় নিয়ে কথা বলতে গিয়ে বলেন, 'একটা সময়ে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল আমি নাকি ইন্ডাস্ট্রিকে অপমানিত করছি। নাম খারাপ করছি। আমি জানি, সবটা আগে থেকে ঠিক করানো ছিল। অনেকেই চেয়েছিল আমায় ইন্ডাস্ট্রি থেকে বের করে দিতে। ওঁরা মনে করতেন, অনেক শিক্ষিত লোকের মধ্যে আমিই একজন অশিক্ষিত এসে জুটেছি। আমি তাঁদের নাম আজকে আর নতুন করে বলব না। তবে আমি জানি, কোন পর্যায় পর্যন্ত তারা যেতে পারে। ওঁরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমার বাড়ির বাইরে বন্দুকধারী লোকও ধরা পড়েছে। এই সমস্ত কিছু হওয়ার পরে, আমি নিজেকে বদলে ফেলেছি।'
সদ্য গোবিন্দর বিবাহ বিচ্ছেদ নিয়ে তরজা শুরু হয়েছিল। তবে জানা গিয়েছে, তিনি তাঁর স্ত্রীয়ের সঙ্গে সব সমস্যা মিটিয়ে নিয়েছেন।
আরও পড়ুন: Amir Khan: যোগ নেই বলিউডের সঙ্গে, প্রকাশ হয়ে গেল আমিরের নতুন প্রেমিকার নাম, পরিচয়!