দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে ফের টস হারলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই সঙ্গে এমন এক রেকর্ড গড়ে ফেললেন ভারত অধিনায়ক যে, হতাশ হবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।


টস হারায় বিশ্বরেকর্ড স্পর্শ করে ফেললেন রোহিত শর্মা। টানা ১২টি ওয়ান ডে ম্যাচে টস হারলেন হিটম্যান। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু করে টানা টস হেরে চলেছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালে উঠেছিল। জিতে নিয়েছে সেমিফাইনালও। রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হয়ে ভারত।


তবে ফাইনালেও টস হারলেন রোহিত। তিনি কয়েন ছুড়েছিলেন। হেড কল করেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। হেডই পরে। যা মনে করিয়ে দেয় কিংবদন্তি ম্যালকম মার্শালের সেই অমর উক্তি। যিনি বলেছিলেন, টসে সব সময় হেড বলা উচিত। কারণ, মানুষের 'টেল' অর্থাৎ লেজ হয় না।


 






রোহিত টানা ১২ ম্যাচে টস হেরে ধরে ফেললেন কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড। ১৯৯৮ সালের অক্টোবর থেকে শুরু করে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত টানা ১২ ওয়ান ডে ম্যাচে টস হেরেছিলেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়কের সেই রেকর্ড স্পর্শ করলেন রোহিত। ভেঙে দিলেন পিটার বোরেনের রেকর্ড। নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক পিটার বোরেল ২০১১ সালের মার্চ মাস থেকে শুরু করে ২০১৩ সালের অগাস্ট মাস পর্যন্ত টানা ১১ ম্যাচে টস হেরেছিলেন। 


সব মিলিয়ে টানা ১৫ ওয়ান ডে ম্যাচে টস হারল ভারত। যার মধ্যে ১২ ম্যাচে টানা টস হারলেন রোহিত।


আইসিসি ইভেন্টের নক আউট পর্বে ৪ বারের সাক্ষাতে তিনবারই ভারতকে হারিয়েছে নিউজ়িল্যান্ড । ১ বার মাত্র জিতেছে ভারত । চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দেশ ইতিমধ্যেই একবার মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্বের সেই ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৪০ রানে হারিয়েছিল ভারত । বরুণ চক্রবর্তীর ৫ উইকেট নাড়িয়ে দিয়েছিল কিউয়ি ইনিংস। রবিবার কী হবে, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা ।


আরও পড়ুন: ২৫ বছর পর সৌরভদের শাপমোচন হবে রোহিত-কোহলিদের হাত ধরে? ম্যাচের লাইভ আপডেট