মুম্বই: কেরিয়ারে ভাঁটা চললেও, ব্য়ক্তিগত জীবন চর্চায়। গোবিন্দ এবং সুনীতা আহুজার সংসার ভাঙছে বলে শোরগোল বলিউডে। সুনীতা বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন বলেও জানা গিয়েছে। সেই নিয়ে এবার মুখ খুললেন গোবিন্দের আইনজীবী। জানালেন, সুনীতা বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন ঠিকই। কিন্তু আবারও মিল হয়ে গিয়েছে স্বামী-স্ত্রীর মধ্যে। (Govinda Divorce Buzz)


গোবিন্দ এবং সুনীতার দাম্পত্য ভাঙনের মুখে বলে বেশ কিছুদিন ধরেই চর্চা। সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন সুনীতা নিজেই। নিজের একাকীত্ব নিয়ে যেমন মুখ খুলেছেন, তেমনই পরকীয়া নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায় তাঁকে। আর সেই আবহেই বিস্ফোরণ ঘটে আইনি নোটিস পাঠানোর খবরে। জানা যায়, কয়েক মাস আগেই গোবিন্দকে বিচ্ছেদের নোটিস পাঠান সুনীতা। (Sunita Ahuja)


তারকা দম্পতির সম্পর্কে সবকিছু যে ঠিক নেই, তা গোড়াতেই স্বীকার করে নিয়েছিলেন গোবিন্দের আইনজীবী ললিত বিন্দল। এবার আইনি নোটিস নিয়েও মুখ খুলেছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ছ’মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সুনীতা। কিন্তু পরে আবার মিটমাট হয়ে যায়। ফের মিল হয়ে গিয়েছে দু’জনের। স্বামী-স্ত্রীর মধ্যে এমন ঘটতেই থাকে। কিন্তু ওঁদের সম্পর্ক মজবুত। এখন সব ঠিক আছে।”


আরও পড়ুন: নীলম-দিব্যা-রানি…অন্য নারীতে আকর্ষণের কথা মেনেছিলেন গোবিন্দ, স্ত্রী ডিভোর্সের নোটিস পাঠালেন?


সংবাদমাধ্যমে ললিত বলেন, “আমরা একসঙ্গে নেপালও গিয়েছিলাম নতুন বছরে। সেখানে পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়া হয়। এখন ওঁদের মধ্যে সব ঠিক আছে। ওঁদের সম্পর্ক মজবুত। ওঁরা চিরকাল একসঙ্গে থাকবেন।” তবে গোবিন্দ এবং সুনীতা আলাদা থাকছেন বলে যে খবর সামনে এসেছে, তা খারিজ করে দিয়েছেন ললিত। তিনি জানিয়েছেন, সাংসদ হওয়ার পর একটি বাংলো কেনেন গোবিন্দ। দম্পতির ফ্ল্যাটের উল্টোদিকেই সেই বাংলো। ওই বাংলোয় কাজকর্ম সারেন গোবিন্দ, কখনও কখনও সেখানে ঘুমানও। স্বামী-স্ত্রী একসঙ্গেই আছেন বলে জানিয়েছেন ললিত।


এমনিতে গোবিন্দ এবং সুনীতার সম্পর্ক কম টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়নি। বিবাহিত থাকা অবস্থায় অন্য নারীর প্রতি অনুরক্ত হয়ে পড়ার কথাও স্বীকার করেছিলেন গোবিন্দ। সেই আবহে সুনীতাকেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায়। গোবিন্দের সঙ্গে বিয়ে নিয়েও আক্ষেপ করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "পরের জন্মে গোবিন্দের মতো স্বামী চাই না আমি।" কিন্তু ললিতের মতে, সুনীতা গোবিন্দের মতো সন্তান চান বলেছিলেন। কিন্তু তাঁর মন্তব্য বিকৃত করা হয়। সেই থেকেই এত জল্পনা-কল্পনা। গোবিন্দ এবং সুনীতার সম্পর্ক ভাঙতে পারে না বলে এর আগে মন্তব্য করেন অভিনেতার ভাগ্নে কৃষ্ণ অভিষেকও।