লাহৌর: প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে হার। গোদের ওপর বিষফোঁড়ার মতো অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ইংল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেতে পারে বুধবার। যেদিন লাহৌরে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে জিততেই হবে জস বাটলারদের।
আফগানিস্তানের কাছেও মরণ-বাঁচন লড়াই। কারণ, প্রথম ম্যাচে তারাও হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। সেমিফাইনালের দৌড়ে থাকতে হলে রশিদ খানদেরও জিততেই হবে - এমন পরিস্থিতি। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে অবশ্য খাতায় কলমে দুই দলই টিকে থাকবে। তখন নানা অঙ্কের ওপর দাঁড়িয়ে থাকবে ইংল্যান্ড ও আফগানিস্তান - দুই দেশেরই ভবিষ্যৎ।
চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, দুই দলই নিজেদের প্রথম ম্যাচে যথাক্রমে ইংল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়েছে। মঙ্গলবার যে দল জিতত, গ্রুপ 'বি' থেকে তারাই প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যেতে পারত। তবে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়ায় দুই দলের ঝুলিতেই বর্তমানে তিন পয়েন্ট করে রয়েছে। তবে নেট রান রেটের বিচারে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০৭ রানে জয়ের ফলে +২.১৪০ নেট রান রেট রয়েছে দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার নেট রান রেট সেখানে +০.৪৭৫। বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকাই সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে এগিয়ে। তেম্বা বাভুমার দল নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে পৌঁছে যাবে। এমনকী সেই ম্যাচে হারলেও ইংল্যান্ড যদি আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে না পারে, দক্ষিণ আফ্রিকা শেষ চারে চলে যেতে পারে।
অন্য দিকে, দু'বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালে সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। ইংল্যান্ডের সামনে টুর্নামেন্ট এই মুহূর্তে নক আউটের সমান। সেমিফাইনালে পৌঁছতে হলে জস বাটলারদের আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা - দুই দলকেই হারাতে হবে।
সেক্ষেত্রে ইংল্যান্ড বনাম আফগানিস্তান (AFG vs ENG) ম্যাচের ফলাফলই গ্রুপ 'বি'-র ছবি নির্ধারণ করে দিতে পারে। যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, উভয় দলই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হেরে যায়, সেক্ষেত্রে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচে জয়ী দলই সেমিফাইনালে পৌঁছবে।
আরও পড়ুন: শুধু জ়িম্বাবোয়ের বিরুদ্ধে রান করেন! বিপর্যয়ের পর বেনজির আক্রমণের মুখে বাবর আজম
বুধবার রাওয়ালপিণ্ডিতে বৃষ্টির আশঙ্কাও রয়েছে। ম্যাচ ভেস্তে গেলে গ্রুপ বি-র ছবিটা আরও জটিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে শেষ ম্যাচের ওপর গোটা গ্রুপের ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকবে।
আরও পড়ুন: ৫ উইকেট নিয়েছো নাকি! গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইশারা করে নিজের দেশেই আক্রান্ত পাক স্পিনার