নয়াদিল্লি: বুধবার, ওড়িশা আর্থিক অপরাধ শাখার (The Odisha Economic Offences Wing) তরফে জানানো হয়েছে যে ১ হাজার কোটি টাকার অনলাইন পঞ্জি দুর্নীতি (Ponzi Scam) মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলিউড অভিনেতা গোবিন্দকে (Govinda)। এই দুর্নীতির সঙ্গে তাঁর 'যোগ' থাকায়, তদন্তের কারণে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়।
আর্থিক দুর্নীতি মামলায় যোগ? জিজ্ঞাসাবাদ করা হবে গোবিন্দকেও
অধিকর্তাদের মতে, এই দুর্নীতিতে নাম জড়ায় 'সোলার টেকনো অ্যালায়েন্স'-এর যাদের একাধিক দেশে অনলাইনে উপস্থিতি ছিল। সংস্থাটি একটি ক্রিপ্টো বিনিয়োগ উদ্যোগ হিসাবে নিজেদের পরিচয় দিয়ে অবৈধ অনলাইন পঞ্জি স্কিম পরিচালনা করেছে বলে অভিযোগ। ফলস্বরূপ, এই সংস্থা দেশজুড়ে প্রায় ২ লক্ষ মানুষের থেকে ১ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে।
সূত্রের খবর, বলিউড অভিনেতা গোবিন্দ একাধিক প্রোমোশনাল ভিডিওর মাধ্যমে এই সংস্থার কার্যক্রমের প্রচারে অংশ নিয়েছিলেন। ফলে এই দুর্নীতি প্রসঙ্গে আরও খোঁজখবর ও তথ্য সংগ্রহের জন্য গোবিন্দকে ডেকে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে, ওড়িশা আর্থিক অপরাধ শাখার আধিকারিকদের তরফে।
সূত্রের খবর, ওড়িশা আর্থিক অপরাধ শাখার আধিকারিক জে. এন. পঙ্কজ বলেন, 'আমরা খুব শীঘ্রই মুম্বইয়ে একটি দল পাঠাব ফিল্মস্টার গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য যিনি জুলাই মাসে গোয়ায় অনুষ্ঠিত STA-এর গ্র্যান্ড ফাংশনে উপস্থিত ছিলেন এবং বেশ কিছু ভিডিওয় এই সংস্থার প্রচার করেছেন।'
যে সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, অভিযোগ তারা ভদ্রক, কেওনঝড়, বালেশ্বর, ময়ূরভঞ্জ, ভুবনেশ্বর, সেই সঙ্গে বিহার, উত্তর প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, অসম ও মধ্যপ্রেদেশে একাধিক স্থানের প্রায় ১০ হাজার মানুষের থেকে ৩০ কোটি টাকা মতো সংগ্রহ করে। একাধিক মানুষকে এই সংস্থায় বিনিয়োগের জন্য তারা আকর্ষণ জানায় এবং তাদের নেটওয়ার্ক চেনের অধীনে বহু মানুষকে তারা চাকরিও দেয়। নিজেদের অধীনে যে যতজনকে চাকরিতে আনতে পারবে সংস্থার জন্য তার সেই অনুযায়ী বেতন হবে বলে কথাও দেওয়া হয় সংস্থার তরফে।
তবে ওড়িশা আর্থিক অপরাধ শাখার তরফে এও জানানো হয়েছে যে গোবিন্দ 'সন্দেহভাজনও নন অভিযুক্তও নন'। বিশদে তদন্তের পরই গোবিন্দর যোগ বোঝা যাবে। যদি এমন জানা যায় যে তিনি কেবল একজন অভিনেতা বা তারকা হিসেবে এই সংস্থার হয়ে বিজ্ঞাপনই করেছেন তাহলে হয়তো তাঁকে কেবল সাক্ষী হিসেবে ধরা হবে।
আরও পড়ুন: SRK Anirudh Ravichander: 'তুমি ম্যাজিক তৈরি করতে পার', অনিরুদ্ধর 'চলেয়া'-য় মুগ্ধ কিং খান
এই মামলায় এর আগে, ৭ অগাস্ট ওড়িশা আর্থিক অপরাধ শাখার তরফে এই সংস্থার ভারত ও ওড়িশার মাথা গুরতেজ সিংহ সিধু ও নিরোদ দাসকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ভুবনেশ্বরের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর রত্নাকর পালাইকে গ্রেফতার করা হয় ১৬ অগাস্ট। সিধুর সঙ্গে তাঁর যোগ ছিল বলে অভিযোগ। এই সংস্থার চিফ, ডেভিড গেজ ও তিন ভারতীয়র বিরুদ্ধে, লুকআউট সার্কুলার জারি করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন