কলকাতা: প্রয়াত আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় রক ব্যান্ডের গায়ক জ্যাক রাসেল (Jack Russell)। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর। জনপ্রিয় রক ব্যান্ড গ্রেট হোয়াইট (Great White)-এর ভোকালিস্ট ছিলেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জ্যাক রাসেলের মৃত্যুর খবরে সিলমোহর দেওয়া হয়। সেই পোস্টেই জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণেই প্রয়াত হয়েছেন জ্যাক। আজ শিল্পীর পরিবারের তরফ থেকেই এই খবর জানানো হয়েছে। 


জ্যাকের পরিবার, স্ত্রী এবং সন্তান জানিয়েছেন, 'তিনি শান্তিতেই চলে গিয়েছেন'। আরও জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন জ্যাক। প্রয়াণের সময়ে তাঁর পাশে ছিল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। মৃত্যুর সময়ে নাতি জ্যাকের পাশে ছিলেন তাঁর প্রিয় ভাই-বোনেরা ও প্রিয় বন্ধুরাও। ১৯৬০ সালের ৫ ডিসেম্বর জন্ম হয়েছিল রাসেলের। ক্যালিফোর্নিয়ার মন্টেবেলোয় তাঁর জন্ম। ছোট থেকেই জ্যাক রাসেলকে আকর্ষণ করত রক মিউজিক। কিন্তু সেই রক মিউজিকই যে তাঁর কেরিয়ার হবে, তা ছোট থেকে কখনোই ভাবেননি তিনি। 


১৯৮১ সাল থেকে শুরু করে ১৯৯৬ পর্যন্ত গ্রেট হোয়াইট ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে কাজ করতেন জ্যাক। সেখান থেকেই তাঁর খ্যাতির শুরু। পরবর্তীতে তিনি ব্যান্ডের থেকে আলাদা হয়ে নিজস্ব অ্যালবামও তৈরি করেন। তবে জ্যাক রাসেলকে চিরকাল মনে রাখা হবে গ্রেট হোয়াইট ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেই। সেই ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে থেকেই যাবতীয় খ্যাতি অর্জন করেছিলেন জ্যাক রাসেল। আশির দশকে শুরু হওয়া তাঁর ব্যান্ডের খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা পড়েছিল গোটা দেশে। নব্বইয়ের দশকের মানুষের কাছে তাঁর গান ছিল নস্ট্যালজিয়া। সেই নস্ট্যালজিয়ার যাত্রা থামল এবার। প্রয়াত হলেন কিংবদন্তি গায়ক। সোশ্যাল মিডিয়ায়, এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন জ্যাক রাসেলের অনুরাগীরা।


 






আরও পড়ুন: Piya-Parambrata: আরজি কর কাণ্ডে তোলপাড় শহর কলকাতা, জন্মদিনে পিয়ার জন্য একটু 'আশার আলো' খুঁজলেন পরমব্রত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।