জিএসটি, ডোন্ট বি লাস্টি: দেখুন নয়া কর জমানা নিয়ে বাবা সেহগলের র্যাপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jul 2017 09:17 AM (IST)
চণ্ডীগড়: বাবা সেহগলকে মনে আছে? তাঁর র্যাপ গান কাঁপিয়ে দিয়েছিল নব্বইয়ের জমানা। সে তো গান নয়, ঝড়! সেই বাবা আবার গান বেঁধেছেন। এবারের বিষয় জিএসটি। এক সময় হিন্দি ছবিতে নিয়মিত র্যাপ গাইতেন বাবা। এখন আর বলিউডে বিশেষ শোনা যায় না তাঁকে। তবে তাঁর অ্যালবাম যথেষ্ট জনপ্রিয়। জিমে যাওয়া নিয়ে তাঁর সমস্যা, চিকেন ফ্রায়েড রাইস বা গোয়ায় পার্টির প্রতি ভালবাসা- জীবনের নানা মুহূর্ত নিয়ে গান বাঁধেন তিনি। এবার শুনুন জিএসটি নিয়ে বাবা সেহগলের গান। দেখুনও।