কলকাতা: বিদুলা ভট্টাচার্য্যের (Bidula Bhattacharya) পরিচালনায় এবার কনের সাজে প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharya)! নতুন মিউজিক ভিডিও 'গুড়িয়া রানি' (Gudiya Rani)-র পোস্টারেই নজর কাড়ছেন অভিনেত্রী। নবীন দাগা (Navin Daga), সরিতা ছন্দক (Sarita Chandak), শ্রীরাম লেয়রের (Srriram Iyer) গলায় নতুন এই মিউজিক ভিডিও মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসেই। গানের কথা লিখেছেন মহেন্দ্র দাগা (Mahendra Daga)। গল্প, ভাবনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন, বিদুলা ভট্টাচার্য্য (Bidula Bhattacharya)।


'গুড়িয়া রানি' (Gudiya Rani) গানে তুলে ধরা হয়েছে একটি মেয়ের বিবাহ ও তার নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যাওয়ার দৃশ্য। যে কোনও ভাষাভাষির মানুষই হোক না কেন, বিয়ের পর বাড়ি ছেড়ে বাড়ির মেয়ের চলে যাওয়ার দৃশ্য চিরকালই আবেগে ভাসিয়েছে, ডুবিয়েছে দর্শক, শ্রোতাদের। বলিউড থেকে টলিউড, ছবির পর্দায় বিয়ের দৃশ্য ও বাড়ি ছেড়ে মেয়ের চলে যাওয়ার দৃশ্য গানের সুরে তুলে ধরা হয়েছে এমন নজির কম নেই। বাংলায় মান্না দের গলায় 'তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে' থেকে শুরু করে হিন্দিতে 'দেহলিজ', ভাষা নির্বিশেষে বার বার চোখে জল এনেছে এই সমস্ত গান। 'গুড়িয়া রানি'-ও এমনই একটি আবেগের গান। 


এই গানের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়ঙ্কা ভট্টাচার্য। কেমন ছিল কাজের অভিজ্ঞতা? প্রিয়ঙ্কা বলছেন, 'এই গানে কাজ করাটা একটা দারুণ অভিজ্ঞতা। বিদুলাদির সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। আমার বাবার ভূমিকায় মনোজদা (মনোজ ওঝা) অভিনয় করেছেন। গোটা ভিডিও জুড়েই কান্নাকাটি রয়েছে। এই কাজটা করতে গিয়ে খুব নস্ট্যালজিক লেগেছে। যে কোনও মেয়ের কাছেই নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়া খুব আবেগের। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সেই আবেগকে ফুটিয়ে তোলার। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে। এটা আমার প্রথম মিউজিক ভিডিও নয়। কিন্তু জাতীয়স্তরে এটা আমার প্রথম মিউজিক ভিডিও। একটা চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে গোটা মিউজিক ভিডিওর গল্প। কাজটা করে আমি ভীষণ খুশি হয়েছি।'


প্রয়াত জনপ্রিয় গায়ক শানের মা সোনালি মুখোপাধ্যায়


মিউজিক ভিডিওতে প্রিয়ঙ্কার বাবার চরিত্রে অভিনয় করেছেন মনোজ ওঝা (Manoj Ojha)। মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বরলিপি চট্টোপাধ্যায় (Swaralipi Chatterjee) ও ছোট্ট প্রিয়ঙ্কার ভূমিকায় দেখা গিয়েছে সহচরী (Sahachari) কে।