এরকম ছবিতে অভিনয় করবেন না, জাহ্নবীকে বার্তা বায়ুসেনার প্রাক্তন অফিসারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Aug 2020 02:21 PM (IST)
গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল----ছবি নিয়ে বিতর্কের জল আরও গড়াল। ছবি নিয়ে আপত্তি জানিয়ে খোলা চিঠি লিখলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন মহিলা অফিসার নমরিতা চাণ্ডী। অভিনেত্রী জাহ্নবী কাপুরকে তাঁর কড়া পরামর্শ এ ধরনের ছবিতে আর কখনও অভিনয় করবেন না।
মুম্বই:গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল----ছবি নিয়ে বিতর্কের জল আরও গড়াল। ছবি নিয়ে আপত্তি জানিয়ে খোলা চিঠি লিখলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন মহিলা অফিসার নমরিতা চাণ্ডী। অভিনেত্রী জাহ্নবী কাপুরকে তাঁর কড়া পরামর্শ এ ধরনের ছবিতে আর কখনও অভিনয় করবেন না।যাঁর জীবন কাহিনী অবলম্বনে এই সিনেমা, সেই গুঞ্জন সাক্সেনার সঙ্গে বায়ুসেনায় কাজ করেছেন নমরিতা। ১২ অগস্ট একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে করণ জোহরের ধর্ম প্রোডাকশনসের গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল----ছবিটি। মুক্তির পর সপ্তাহখানেকও পেরোয়নি। আপত্তি তুলে ছবি বন্ধের দাবি জানিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। ইতিমধ্যেই ভারতীয় বায়ু সেনা ওই ওয়েব প্ল্যাটফর্ম ও সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশনকে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে। এবার সরব হলেন বায়ু সেনার প্রাক্তন অফিসার নমরিতা চাণ্ডী। খোলা চিঠিতে তিনি বলেছেন, ’’ আমি নিজে ভারতীয় বায়ুসেনার পাইলট ছিলাম। ছবিতে যে ধরনের লিঙ্গ বৈষম্য দেখানো হয়েছে তার ভিত্তি নেই। পেশাগত জীবনে কোনও ধরনের অন্যায় ব্যবহার, অবমাননার মধ্যে আমি কখনও পড়িনি। উর্দিধারীরা প্রকৃত অর্থে ভদ্রলোক ও পেশাদারিত্বে বিশ্বাসী।‘‘ পরিচালক-প্রযোজক করণ জোহরের ধর্ম প্রোডাকশনসকে একহাত নিয়েছেন তিনি। এধরনের অবিশ্বাস্য-ভয়ঙ্কর ছবির মাধ্যমে মিথ্যা ছড়ানোর ঘটনায় তিনি রীতিমতো ব্যথিত এবং দুঃখিত বলেও জানিয়েছেন বায়ুসেনার প্রাক্তন অফিসার। গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। এ ধরনের ছবিতে অভিনয় করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন নমরিতা। তাঁর কথায়, ’’ আপনি যদি নিজেকে গর্বিত ভারতীয় মহিলা ভাবেন তা হলে কখনই এ ধরনের ছবিতে অভিনয় করবেন না। পেশাদার মহিলা ও পুরুষদের এমন কদর্যভাবে দেখানো বন্ধ করুন।‘‘ ধর্ম প্রোডাকশনসের এই ছবির বিরুদ্ধে টুইট করেছেন আইএএফ-এর প্রাক্তন ডেপুটি কমান্ডান্ট অশোক ছিব্বর। লিখেছেন, ’’ ছবিটি একগুচ্ছ মিথ্যের সমাহার। একজন ডেপুটি কমান্ডান্ট হিসেবে কোনও লিঙ্গ বৈষম্য না করে আমি অনেককে প্রশিক্ষণ দিয়েছি। ধর্ম প্রোডাকশন জাতির ওপর একটি দাগ( কলঙ্ক)।‘‘ ছবি নিয়ে বিতর্ক তৈরি হলেও ছবির প্রযোজক, পরিচালক বা কলাকুশলীরা কেউই এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।