কলকাতা: সদ্য মা-বাবা হয়েছেন তাঁরা। কন্যাসন্তানের জন্মের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মিষ্টি এক ভিডিওর মাধ্যমে। তবে এখনও সদ্যজাতর কোনও ছবি প্রকাশ্যে আনেননি মুম্বইবাসী বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর স্বামী গুরমিত চৌধুরী। আজ হাসপাতাল থেকে একরত্তিকে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এরপরেই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন দম্পতি। কি সেই ছবি? সদ্যজাতকে বাড়িতে আহ্বান জানানোর। 


রাজকন্যার গৃহপ্রবেশ উদযাপন


কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন গুরমিত (Gurmeet Choudhary) ও দেবিনা (Debina Bonnerjee)। সেখানে দেখা যাচ্ছে, মাথায় মাথা ঠেকিয়ে ঘনিষ্ঠ দম্পতি। আর তাঁদের সামনে রাখা রয়েছে কেক। গোলাপি সেই কেক একটা ছোট্ট বিছানার আকারের। সুসজ্জিত সেই বিছানার মাথার অর্ধেকটা ঢাকা, আর সেখানে শুয়ে আছে ছোট্ট একটা পুতুল। ছবিগুলি ভাগ করে নিয়ে গুরমিত লিখেছেন, 'আমাদের জীবনের একরত্তি রাজকন্যাকে উদযাপন করছি। বাড়িতে স্বাগত বেবি।'


আরও পড়ুন:সহ-অভিনেত্রী রশ্মিকাকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন সিদ্ধার্থ মলহোত্র


 


সন্তান আসার খবর শেয়ার গুরমিতের


এর আগে, গতকাল অর্থাৎ সোমবার গর্বিত বাবা গুরমিত চৌধুরি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সদ্যোজাত কন্যা সন্তানের মিষ্টি একটি ভিডিও শেয়ার করেন।  ভিডিওতে দেখা যাচ্ছে ফুলের পাপড়ির মতো তিনি দুটো হাত খুলছেন। তার মধ্যে রয়েছে স্ত্রী দেবিনার হাত। তিনিও একইভাবে হাত খুলছেন। আর তার মধ্যে রয়েছে ছোট্ট সন্তানের হাত। যেভাবে ফুল ফোটে, সেভাবেই যেন তাঁদের সন্তান পৃথিবীতে এসেছে। ভিডিও শেয়ার করে গুরমিত চৌধুরি লেখেন, 'গতকাল অর্থাৎ ৩.৪.২০২২ এই পৃথিবীতে আমাদের কন্যা সন্তান এসেছে। তাকে স্বাগত জানাই। প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। ভালোবাসা ও কৃতজ্ঞতাসহ গুরমিত ও দেবিনা।' ছোট পর্দার জনপ্রিয় তারকা গুরমিত চৌধুরির এমন মিষ্টি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সাধারণ নেট নাগরিকদের পাশাপাশি তাতে কমেন্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অন্যান্য তারকারাও। 


 



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">