Haami 2: প্রথমবার অনিন্দ্য-অঞ্জন যুগলবন্দি, মুক্তি পেল শিবপ্রসাদ-নন্দিতার ছবির নতুন গান

Haami 2 News: 'উইন্ডোজ'-এর সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিওটি। অনিন্দ্য চট্টোপাধ্যায় ও অঞ্জন দত্তের যুগলবন্দি এই গানে ভেসে উঠেছে সিনেমারই টুকরো টুকরো ছবি।

Continues below advertisement

কলকাতা: প্রথমবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর সঙ্গে কাজ করলেন তিনি। তবে কেবল অভিনয় নয়, অঞ্জন দত্ত (Anjan Dutta)-র কন্ঠের ম্যাজিকও ছবিতে ঢেলে দিলেন এই পরিচালকদ্বয়। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে 'হামি ২' (Haami 2)। আর এবার মুক্তি পেল 'হামি ২'-র টাইটেল ট্র্যাক, অঞ্জন দত্তের কন্ঠে।         

Continues below advertisement

'উইন্ডোজ'-এর সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিওটি। অনিন্দ্য চট্টোপাধ্যায় ও অঞ্জন দত্তের যুগলবন্দি এই গানে ভেসে উঠেছে সিনেমারই টুকরো টুকরো ছবি।                                                                                                                 

আরও পড়ুন: Mithun Chakraborty: ১০ বছরের বিরতি, 'প্রজাপতি'-র সাফল্যের পরে এবার ছোটপর্দায় প্রত্যাবর্তন মিঠুনের

প্রসঙ্গত, এক সপ্তাহ পার করে ইতিমধ্যেই 'হামি'র ব্যবসাকে ছাড়িয়ে গিয়েছে 'হামি ২'। ২৩ ডিসেম্বর মুক্তি পায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। তিন খুদের গল্প নিয়ে এই ছবি তৈরি। তবে শুধুই ছোটদের ছবি নয় এটি, রয়েছে একাধিক সামাজিক বার্তাও। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিতালী-লাল্টু জুটি অর্থাৎ গার্গী রায়চৌধুরী ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অঞ্জন দত্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।                                                                                                   

২০২৩ সালের প্রথম দিনে অনুরাগীদের 'হামি'র ঢঙেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে 'উইন্ডোজ'। কিছুদিন পরেই মুক্তি পাবে তাঁদের পরবর্তী কাজ 'ফাটাফাটি'। নতুন বছরের শুভেচ্ছায় ছিল সেই ইঙ্গিতও। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola