কলকাতা: অদ্ভুত গতিতে সে অঙ্ক কষে ফেলতে পারে সেই খুদে, সমাধান করে ফেলতে পারে বিভিন্ন কঠিন প্রশ্নের। একবিংশ শতাব্দীর এক বিস্ময় বালককে নিয়েই এই গল্প। 'হামি ২' (Haami 2)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসে (Christmas)। 


বিশ্বকর্মা পুজোর দিন প্রথমবার সাংবাদিকদের সামনে হাজির তিন খুদে। গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee), নন্দিতা রায়ের (Nandita Roy) সঙ্গে ঘুড়ির সুতোয় টান দিলেন তাঁরাও। সবুজ শাড়িকে ঝলমলে গার্গী, ঘুড়ির সুতো হাতে যেন ফিরে পেলেন ছোটবেলা। আকাশে 'হামি ২' ঘুড়ি দেখে উচ্ছসিত নন্দিতাও। নিজেই লাটাই হাতে মিশে গেলেন খুদেদের সঙ্গে। 


এদিন হাজির হয়েছিল ছবির তিন খুদে। ঋতদীপ সেনগুপ্ত (Ritodeep Sengupta), শ্রেয়ান সাহা (Shreyan Saha) ও অরিত্রিকা চৌধুরী (Aritrika Chowdhuri)। সব্বার সঙ্গে ঘুড়ি উড়িয়ে খুশি তারা। তবে সামনেই ছবির মুক্তি, প্রচার, সেই কথা ভেবেই তাদের মেনুতে রাখা হল মাংসের স্যুপ আর ভাত। 


আরও পড়ুন: Brahmastra Updates: 'ভুলভুলাইয়া টু'কে টপকে গেল 'ব্রহ্মাস্ত্র', বক্স অফিস কালেকশন বাড়ল ৫৫ শতাংশ


এই ছবিতেও ফিরছে লালটু-মিতালি জুটি। তবে তাঁদের পেশা আলাদা, গল্পও আলাদা। গার্গী বলছেন, 'সব্বার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে খুদেদের সঙ্গে। এবার বড়পর্দায় ছবিটা দেখার অপেক্ষা। আশা করি মানুষ যেমন ভুটুকে ভালোবেসেছেন, ততটাই ভালোবাসবেন এই খুদেদেরও।' নন্দিতা রায় বলছেন, 'এই দিনটা আমাদের জন্য খুব বিশেষ। ছোটরা খুব ভালো কাজ করেছে। আশা করি দর্শকদের ওদের অভিনয় ভালো লাগবে।'