মুম্বই: ডাক্তার বলেছিলেন অ্যাকশন (action) ঘরানার ছবি বা নাচের (dance) ছবি, কোনওটাই করা যাবে না। তাও আবার প্রথম ছবি মুক্তির আগেই এ কথা জানিয়ে দেন তিনি। কিন্তু সেই অভিনেতার নাম শুনলে অ্যাকশন বা নাচ, কোনওটা ছাড়াই ভাবতে পারবেন না। তিনি আর কেউ নন, তিনি হৃত্বিক রোশন (Hrithik Roshan)। শনিবার মুম্বইয়ের এক সিঙ্গল স্ক্রিন থিয়েটারে তাঁর আগামী ছবি ‘বিক্রম বেদা’র নতুন গান ‘অ্যালকোহলিয়া’র মুক্তি অনুষ্ঠানে এসেছিলেন। গানে যেমন তাঁর দমদার নাচ দেখা যাবে, তেমন এদিন লাইভ অনুরাগীদের সঙ্গেও নাচলেন। সেই অনুষ্ঠানেই হয়ে পড়লেন নস্ট্যালজিক। শেয়ার করলেন অনেক গল্প।


ডাক্তারের বারণ


এদিনে অনু্ষ্ঠানে এসে বেশ স্মৃতির দুনিয়ায় হারিয়ে যাচ্ছিলেন হৃত্বিক। অনুরাগীদের উচ্ছ্বাস দেখে জীবনে প্রথম দর্শকদের সামনে পাওয়ার অভিজ্ঞতা বলছিলেন হৃত্বিক।


প্রসঙ্গত, এই ছবি তাঁর কেরিয়ারের ২৫তম কাজ। সেই প্রসঙ্গে অভিনেতা নস্ট্যালজিক হয়ে পড়েন। তাঁর শারীরিক সমস্যার কথা মনে করেন। বলেন তাঁর স্পাইনাল স্টেনোসিস ও স্ট্যামারিং অর্থাৎ কথা বলার সমস্যার কথা। হৃত্বিক রোশন বলেন, ‘কহো না... পেয়ার হ্যায় মুক্তির আগে আমার ডাক্তাররা আমাকে বলেছিলেন যে অ্যাকশন বা নাচের ছবি করার মতো আমার শরীরের অবস্থা ভাল নয়। আমি এই ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি। নিজের স্বাস্থ্য ও ফিটনেসে নজর দিই। নিজের কাজ নিজের শ্রেষ্ঠটা দিয়ে করতে শিখি এবং আজ আপনাদের সামনে দাঁড়িয়ে ভীষণ আনন্দ হচ্ছে। আমার ২৫তম ছবিতে পৌঁছেও আমি এখনও অ্যাকশন করছি, নাচ করছি, এবং তারপরেও নিজের সংলাপ বলতে পারছি, এটা কোনও মিরাকেলের থেকে কম নয়। মনে সেই ২১ বছরের আমি, আজকের আমিকে দেখে বেশ গর্ববোধ করবে।’


 






তিনি আরও বলেন, ’আমার দর্শকদের ধন্যবাদ, এত ভালবাসা ও সমর্থন দেওয়ার জন্য। এবং এই “বিক্রম বেদা” টিমকে ছাড়াও কিছুই সম্ভব হত না।’


আরও পড়ুন: Crorepati Winner: 'কৌন বনেগা ক্রোড়পতি ১৪'র প্রথম কোটিপতি, মহারাষ্ট্রের গৃহবধূ কবিতা চাওলা


৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিক্রম বেদা’। হৃত্বিক রোশনের সঙ্গে অপর মূল চরিত্রে দেখা যাবে সেফ আলি খানকে।