কলকাতা: কথা ছিল মঙ্গলবার মুক্তি পাবে ছবির প্রথম গান। কথা মতো প্রকাশ্যে এল রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) পরিচালিত 'হাবজি গাবজি' (Habji Gabji) ছবির গান 'একা একা আমি আর থাকতে পারি না' (Eka Eka Aami Aar Thakte Parina)।
নতুন গান প্রকাশ্যে
গতকালই মুক্তি পায় একটি প্রমোশনাল ভিডিও। তারও আগে দেখা যায় ট্রেলার। তাতেই স্পষ্ট হয়ে যায় ছবির মূল বক্তব্য। মুঠোফোন আর তাতে বাড়ির খুদে সদস্যের আসক্তি যে কী মারাত্মক পরিণতি এনে দিতে পারে, কীভাবে সংসার লণ্ডভণ্ড করে দিতে পারে সেই বার্তাই মিলবে এই ছবিতে। অভিনয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)।
ছবির প্রথম গানেও মিলল সেই 'মোবাইল' সমস্যার আভাষ। সন্তানকে সময় দিতে পারে না মা-বাবা। হয় অফিস, বাড়ির কাজ আর নয়তো মোবাইলে বুঁদ। একা থাকতে থাকতে কখন যে একাকিত্বই পুঁচকের সঙ্গী হয়ে যায় তা বুঝে ওঠার আগে ছেলের মন ভোলাতে তার হাতে মোবাইল গেম তুলে দেয় বাবা। ব্যস! আর তার কোনওদিকে নজর নেই। আর সেখান থেকেই যত সমস্যার সূত্রপাত।
এই গান গেয়েছেন মোহন কন্নন, সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত।
ছবি সম্পর্কে পরিচালক
'হাবজি গাবজি' নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভকে রাজ বলেন, 'আমাদের সঙ্গে আমার ভাগ্নি থাকে। কয়েকবছর আগেও ওর প্রচণ্ড মোবাইল গেমে আসক্তি ছিল। আমি রোজ রাতে ইন্টারনেট অফ করে শুয়ে পড়তাম, সকালে উঠে দেখতাম নেট অন রয়েছে। একদিন শুভশ্রী আবিষ্কার করল, আমার ভাগ্নি রোজ মাঝরাতে উঠে ইন্টারনেট অন করে দেয়। তারপর সারারাত পাবজি খেলে। এমনকী সবার সঙ্গে বসে কথা বলার সময়ও দেখতাম ও মোবাইল গেমে মগ্ন হয়ে থাকে। আমি বারণ করাতে ও আমায় এড়িয়ে যেতে থাকে। ওকে দেখেই প্রথম এই ছবির পরিকল্পনা মাথায় আসে। তারপর আমার অনেক সহকর্মীর সঙ্গে গল্প করতে করতে শুনি, বেশিরভাগ বাড়ির ছোটদের নেশাই মোবাইল গেম।' ছবি মুক্তি পাচ্ছে ৩ জুন।