কলকাতা:  নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) ছবি 'হাড্ডি'র (Haddi) প্রথম লুক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল সিনেপ্রেমীদের মধ্যে। এই ছবিতে নওয়াজকে রূপান্তরকামীর (transgender) চরিত্রে দেখা যাচ্ছে। ইতিমধ্য়েই এই ছবি সাড়া ফেলেছে দর্শকের মধ্য়ে। 


এই ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অক্ষত অজয় ​​শর্মা। চিত্রনাট্য লিখেছেন অদম্য ভাল্লা। এতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকf, ইলা অরুণ, অনুরাগ কাশ্যপ এবং মহম্মদ জিশান আইয়ুবের মত অভিনেতারা। ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) অভিনয় প্রত্য়েকবারের মত এবারও আলাদা করে জায়গা করে নিয়েছে সিনেপ্রেমীদের মনে।




 



লাল শাড়ি, গলা-কানে ভারী গয়না, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, চুলে আলগা খোঁপা। হঠাৎ দেখলে মুখ চেনা চেনা ঠেকলেও নাম ঠাহর করতে খানিক বেগ পেতে হবে।  'হাড্ডি'র এই লুক প্রথমবার প্রকাশ্য়ে আসতেই তা সাড়া ফেলে দিয়েছিল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, 'গিরফতার তেরি আঁখো মে হুয়ে যা রহে হ্যায় হম, জিনা নেহি হ্যায় ফির ভি জিয়ে যা রহে হ্যায় হম।' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'তোমার চোখে গ্রেফতার হয়ে যাচ্ছি আমি, বাঁচতে চাই না, তবুও বেঁচে চলেছি।'


আরও পড়ুন...


'জওয়ান'-জন্য় কিং খানের পারিশ্রমিক ছিল ১০০ কোটি, কত টাকা পেয়েছেন বাকি তারকারা?


এর আগে এক সাক্ষাৎকারে নওয়াজ তাঁর নতুন চরিত্র নিয়ে বলেছিলেন, 'এই ছবিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করব। একজন মহিলার আর একজন রূপান্তরকামীর। দুটো একেবারে আলাদা রকমের চরিত্র। অক্ষতের কাছে স্ক্রিপ্টটা ছিল এবং এই ছবিটা প্রায় ৪ বছর ধরে বানাতে চেয়েছিল ও। "একে ভার্সাস একে" ও "সেক্রেড গেমস"-এ দ্বিতীয় ইউনিট ডিরেক্টর হিসেবে কাজ করেছে অক্ষত। অনুরাগ কাশ্যপের সঙ্গে যখন কাজ করে তখন থেকে চিনি আমি ওকে। এবার অবশেষে এই ভেঞ্চারটা সফল হচ্ছে।'


নওয়াজ বলেছিলেন, 'যদি আমি একজন মহিলার চরিত্রে অভিনয় করি তাহলে আমাকে ভাবতেও হবে একজন মহিলার মতো করে এবং সেটাই একজন অভিনেতা হিসেবে আমার পরীক্ষা। আমার রোজ তৈরি হতে তিন ঘণ্টা সময় লাগে। এখন আমি বুঝি যে কেন একজন অভিনেত্রী তাঁর ভ্যানিটি ভ্যান থেকে বের হতে তাঁর পুরুষ সহকর্মীর থেকে বেশি সময় নেন। একেবারে জাস্টিফায়েড সেটা।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial