নয়াদিল্লি: হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির (Hindi Cinema Industry) অন্যতম বড় নাম আমির খান (Aamir Khan)। বলা হয় তিনি বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' (Mr. Perfectionist)। বলিউডের তিন খানেদের অন্যতম, যাঁর সিনেমার ধরণ ও মান বাকিদের থেকে উচ্চ বলে দাবি করেন সিনেপ্রেমীরা। 'কেয়ামত সে কেয়ামত তক' (Qayamat Se Qayamat Tak) ছবির মাধ্যমে প্রেমের পড়া শেখানো হোক বা 'দিল চাহতা হ্যায়' (Dil Chahta Hai) মাধ্যমে বন্ধুত্বের নতুন সংজ্ঞা প্রকাশ, অথবা ধরুন 'লগান' (Lagaan), 'মঙ্গল পাণ্ডে'র (Mangal Pandey) মতো ঐতিহাসিক চরিত্র, আমির খান তাঁর দীর্ঘ কেরিয়ারে দর্শককে সবরকম উপহারই দিয়েছেন। সেই সঙ্গে অবশ্যই তাঁর প্রশংসনীয় অভিনয়, নিষ্ঠা, আবেগ ও বহুমুখী প্রতিভা তো আছেই। আজ ১৪ মার্চ। ৫৮তম বছরে পদার্পণ করলেন অভিনেতা। তাঁর এ পর্যন্ত সেরা কিছু ছবির তালিকা রইল। 


আমির খানের আগামী কাজ


এক বছরে একটা ছবি। মূলত এই মতাদর্শেই বিশ্বাসী আমির খান। কিন্তু তাঁর শেষ ছবি 'লাল সিংহ চাড্ডা' (Laal Singh Chaddha) মুক্তির পর যখন তিনি সিনেমা থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন, হতাশ হন তাঁর অনুরাগীরা। বলাই বাহুল্য, আমিরের অনুরাগীরা তাঁর পরবর্তী ছবির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। 


তবে বিভিন্ন সূত্রের মারফত খবর, এই বছর তাঁর জন্মদিনে, অর্থাৎ আজই, নিজের আগামী প্রজেক্টের কথা ঘোষণা করবেন অভিনেতা। শোনা যাচ্ছে ২০১৮ সালের ছবি 'চ্যাম্পিয়নস'-এর (Champions) রিমেক তৈরি করতে চলেছেন আমির। সঙ্গে এও শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁর ভাল বন্ধু সলমন খানকে সঙ্গে নেবেন আমির। এছাড়াও সূত্রের খবর, আমির খান তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেও কাজ করবেন ফের। শোনা যাচ্ছে সেটি সোশ্যাল কমেডি ঘরানার ছবি হবে। 


আমির খানের অন্যতম সেরা ছবির তালিকা


দঙ্গল - নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে এক বয়স্ক কুস্তিগীর বাবার চরিত্রে দেখা গিয়েছিল। যাঁর দুই কন্যাকে রেসলিং দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য কোনও চেষ্টা ছাড়েননি তিনি। ফোগাত পরিবারের ওপর ভিত্তি করে তৈরি 'দঙ্গল' আবেগ, ড্রামা, প্যাশনের নিখুঁত মিশেল।


পিকে - বলিউডের দুর্দান্ত ব্যবসা করা ছবিগুলির অন্যতম এই ছবি। যতবারই দেখবেন মুড ভাল হবেই। রাজকুমার হিরানির সঙ্গে এই ছবিতে দ্বিতীয়বার কাজ করেন আমির। ২০১৪ সালের এই ছবিতে একজন ভিনগ্রহের প্রাণীর চরিত্রে অভিনয় করেন তিনি। 'পিকে' ছবিতে আমিরের সঙ্গে অনুষ্কা শর্মা, সুশান্ত সিংহ রাজপুত, সঞ্জয় দত্ত, সৌরভ শুক্লা ছিলেন। 


থ্রি ইডিয়টস - এই তিন 'ইডিয়ট'কে দেখতে দেখতে কখনওই বিরক্ত হবেন না। রাজকুমার হিরানির পরিচালনায় এই ছবি অন্যতম মাইলফলক। তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বন্ধুত্বের গল্প বলে এই ছবি। আমির খানের সঙ্গে অভিনয়ে ছিলেন আর মাধবন ও শরমন যোশী। 


আরও পড়ুন: Deepika Padukone: 'বর্ণবিদ্বেষের চূড়ান্ত'! অস্কারে দীপিকা পাড়ুকোনকে ভুলবশত ক্যামিলা অ্যালভেস নামে পরিচয়? সমালোচনার ঝড়


তারে জমিন পর - ২০০৭ সালের সবচেয়ে বেশি ব্যবসা করা হিন্দি ছবি এটি। ডিসলেক্সিয়া প্রসঙ্গে সচেতনতা ছড়াতে এই ছবি তৈরি হয়। ছবিতে শিক্ষকের চরিত্রে দেখা যায় আমির খানকে, যাঁর হাত ধরে ডিসলেক্সিয়া আক্রান্ত এক ছাত্র পড়াশোনার প্রতি আকর্ষণ ফিরে পায়। সেই সঙ্গে নিজের নতুন ভালবাসা, অঙ্কনের প্রতি, খুঁজে পায়। 


লগান - অশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবি ২০০২ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে মনোনীত হয়। অস্কার না পেলেও ভারতীয় দর্শকের কাছে এই ছবি এখনও প্রথম সারির।