নয়াদিল্লি: গতকাল অনুষ্ঠিত হল চলতি বছরের 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (95th Academy Awards)। অস্কারে (Oscars) এবার ভারতের জয়জয়কার। কালো অফ শোল্ডার গাউনে অস্কারের মঞ্চে ভারতের একমাত্র উপস্থাপক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁর ঘোষণার মাধ্যমেই অস্কারের মঞ্চ মাতে 'নাটু নাটু' (Naatu Naatu) গানে। লুই ভিত্তোঁর চোখ ধাঁধানো পোশাকে, নম্র ঘোষণায় তাঁর আবির্ভাব প্রশংসিত হয়েছে সর্বত্র। এই সবকিছু সত্ত্বেও গন্ডগোল সেই হলই। দীপিকা পাড়ুকোনকে গুলিয়ে ফেলা হল ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা অ্যালভেসের (Brazilian beauty Camila Alves) সঙ্গে!


ভারতীয় অভিনেত্রী নাকি ব্রাজিলিয়ান মডেল?


দীপিকা পাড়ুকোন। তাঁর আলাদা করে ভূমিকার প্রয়োজন বিশেষ পড়ে না। তার ওপর তিনি যখন অস্কারের মঞ্চে অন্যতম উপস্থাপক, তখন তিনি যে বিশ্বের দরবারেও সমাদৃত তা নিয়ে সন্দেহের অবকাশও থাকার কথা না। কিন্তু তাতেও হল গন্ডগোল। দীপিকা পাড়ুকোনকে ভুলবশত গুলিয়ে ফেলা হল ব্রাজিলিয়ান সুন্দরী ক্যামিলা অ্যালভেসের সঙ্গে, প্রথমে এই কাণ্ড ঘটায় 'গেটি ইমেজেস', পরে 'ভোগ'!


তবে সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনও কিছুই বেশিক্ষণ চাপা থাকে না। 'গেটি ইমেজেস' এহেন ভুল স্ক্রিনশট করে ধরিয়ে দেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। 'গেটি ইমেজেস' একাই নয়, একই ভুল করেছে 'এএফপি', 'ভোগ'।


ট্যুইটারে 'গেটি' ও অন্যান্য সংস্থার এহেন ভুল ধরিয়ে দিয়ে একাধিক নেটিজেন কী লিখেছেন দেখা যাক। অনেকের মতে, 'বর্ণবিদ্বেষের চূড়ান্ত'! তবে এমন কাণ্ড এই প্রথম নয়। ২০১৭ সালে দীপিকা পাড়ুকোন যখন লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন, পাপারাৎজিরা তাঁকে প্রিয়ঙ্কা চোপড়া বলে সম্বোধন করেন। অন্যদিকে, ক্যামিলা অ্যালভেসের সঙ্গে দীপিকা পাড়ুকোনের সেই অর্থে কোনও মিলই নেই, দাবি নেটিজেনদের।


 






 






আরও পড়ুন: Deepika Padukone: কাঁধ খোলা কালো গাউন, নতুন ট্যাটু, হিরে-পোখরাজের গয়না, কী ছিল দীপিকার অস্কার-সাজের বিশেষত্ব?


প্রসঙ্গত, গতকাল অস্কার অনুষ্ঠানের জন্য লুই ভিত্তোঁর কালো রঙের ব্যাকলেস বল গাউন বেছেছিলেন দীপিকা। এই ধরনের পাশ্চাত্য গাউন পরিচিত মারমেড গাউন হিসেবে। অনেকটা মারমেড বা মৎস্যকন্যার মতো আকৃতি হওয়াতেই গাউনের এই ধরণের নামকরণ। লুই ভিতোঁর কালো গাউনে দীপিকা অপরূপা, নজর ফেরানো দায় 'পদ্মাবত'-এর দিক থেকে। পোশাকের সঙ্গে মানানসই কালো অপেরা গ্লাভসে পেলব হাত ঢেকেছিলেন দীপিকা।