বাবার সঙ্গে তাঁর ছোটবেলার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোনম।
কয়েক মাস আগে সোনমের জন্মদিনেও ঠিক এইভাবেই মেয়েকে সারপ্রাইজ দিয়েছিলেন অনিল কপূর। সোনমের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছিলেন, ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় মেয়ের জন্মদিনের পার্টিতে আসতে দেরি হয়ে যায় তাঁর। তাতে প্রচণ্ড চটে যান সোনমের মা সুনীতা। তাই মেয়ের প্রতি নিজের ভালবাসা দেখাতে সারাক্ষণ তাকে কোলে নিয়ে ছিলেন তিনি। পরে বোঝেন, ছোট্ট মেয়ে বোঝেইনি, বাবা গোটা সন্ধে পার্টিতে ছিলেন না। বাবার উপস্থিতিই যথেষ্ট তার কাছে।