মুম্বই: ৩৮ পূর্ণ করলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। সেই জন্মদিন উদযাপনের একটি মিষ্টি ছবি পোস্ট করলেন তাঁর ভাই অভিনেতা অপারশক্তি খুরানা (Aparshakti Khurana)। পাশে দেখা গেল তাহিরা কাশ্যপকে (Tahira Kashyap Khurrana)। 


শুভ জন্মদিন আয়ুষ্মান


ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন 'স্ত্রী' অভিনেতা অপারশক্তি একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা গেল হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আয়ুষ্মান, আর পাশে তাঁর দিকে স্নিগ্ধ দৃষ্টি দিয়ে তাঁর স্ত্রী তাহিরা। ক্যাপশনে অপারশক্তি লেখেন, 'শুভ জন্মদিন আয়ুষ ভাইয়া'। 




এদিন আদরের স্বামীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তাহিরাও। একসঙ্গে ছবি পোস্ট করে লেখেন, 'সোলমেট। সবসময়ে তোমার পাশে আছি। আমার চেনা শ্রেষ্ঠ মানুষটাকে শুভ জন্মদিন। আমার ব্যক্তিগত সূর্যের আলো! আমাকে তুমি অজস্রভাবে অনুপ্রাণিত করো। দারুণ মানুষ তো।'


 






আরও পড়ুন: Brahmastra Box Office Day 5: পঞ্চম দিনে ব্যবসায় ২০ শতাংশ ঘাটতি, মঙ্গলবার কত আয় করল 'ব্রহ্মাস্ত্র'?


প্রসঙ্গত, ২০১২ সালে 'ভিকি ডোনর' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন আয়ুষ্মান। বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছিল এই ছবি। এই ছবিতে তাঁর গানের কথাও সকলে জানতে পারে। বাছাই করা অন্য ধরনের ছবি করার জন্যই বেশি জনপ্রিয়তা লাভ করেন তিনি। 'শুভ মঙ্গল জেয়াদা সাবধান', 'বধাই হো', 'আর্টিকল ১৫', 'অন্ধাধুন'-এর মতো ছবি করেছেন তিনি এবং প্রত্যেকবার মন জয় করেছেন।


আয়ুষ্মানের বিখ্যাত কিছু গান যা শ্রোতাদের মুগ্ধ করে, 'পানি দা রং', 'নজম নজম', 'সাডি গল্লি আজা', 'মিট্টি দি খুশবু' ও 'চন কিত্থাঁ' তার মধ্যে উল্লেখযোগ্য। ছোটবেলার প্রেমিক-প্রেমিকা আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ বিয়ে করেন ২০০৮ সালের নভেম্বরে। তাঁদের এক ছেলে বিরাজবীর ও এক মেয়ে বারুষ্কা আছে।