নয়াদিল্লি: বলিউডে 'সুফি' (Sufi) ঘরানারে নতুন রূপে ফিরিয়ে যদি কেউ এনে থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা কৈলাস খের (Kailash Kher)। আজ সেই জনপ্রিয় গায়কের জন্মদিন। তাঁর কণ্ঠ বুঁদ করার ক্ষমতা রাখে আট থেকে আশিকে। তাঁর কণ্ঠ শান্ত করার ক্ষমতা রাখে হাজারো উথালপাথাল মনকে। এযাবৎ এই গায়ক ২০টি ভিন্ন ভাষায় অন্তত ৫০০ গানে গলা দিয়েছেন। তাঁর গান হিট তো হয়েইছে এমনকী বছরের পর বছর ধরে মানুষ মনে রেখেছেন। ২০১৭ সালে ভারতের চতুর্থ নাগরিক সম্মান 'পদ্মশ্রী' (Padma Shri) পান তিনি। 


কিংবদন্তি এই গায়ক আজ ৪৯তম জন্মদিন পালনে ব্যস্ত। আর এই বিশেষ দিনে এক ঝলকে তাঁর কিছু অত্যন্ত জনপ্রিয় গানের কথা মনে করা যাক।


'আল্লাহ্ কে বন্দে'


কৈলাস খেরের প্রথম সফল গান। বিশাল-শেখরের তৈরি এই গান তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এখনও এই গানের সুরে মাতেন শ্রোতারা। ২০০৩ সালে মুক্তি পায় এই গানটি।



'সইয়াঁ'


কিংবদন্তি গায়কের আরও এক জমাটি হিট গান। কৈলাসের দ্বিতীয় অ্যালবাম 'ঝুম রে'-তে ছিল এই গানটি। এই গানের টিউনের সঙ্গে গানের লিরিক্সও মন কেড়েছিল শ্রোতাদের।



'ইয়ুঁ হি চলা চল রাহি'


রোড ট্রিপে যাওয়ার অন্যতম প্রিয় গান। শাহরুখ খান অভিনীত 'স্বদেশ' ছবির গানে আবেগে ভেসেছিল সকলে। গানের সঙ্গে এর ভিডিও জনপ্রিয়তা লাভ করে।



'ইয়া রব্বা'


একাধিক তারকা সম্বলিত 'সলাম-এ-ইশক' ছবির গান। ছবিটি দর্শক তেমন পছন্দ না করলেও মন জয় করেছিল এই গান।



'তেরি দিওয়ানি'


সুফি রেন্ডিশনের জন্য বিখ্যাত কৈলাস খের। তাঁর অন্যতম উদাহরণ 'তেরি দিওয়ানি'। প্রেমে হাবুডুবু তরুণ-তরুণীদের মনে চিরস্থায়ী জায়গা করে নেয় এই গান।



'মেরে নিশান'


'ওহ মাই গড' ছবির জনপ্রিয় গান 'মেরে নিশান'। ২০১২ সালে মুক্তি প্রাপ্ত অক্ষয় কুমার-পরেশ রাওয়াল অভিনীত এই ছবি জনপ্রিয়তা পায় প্রবল। সঙ্গে এই গানও।



'তু জানে না' (আনপ্লাগড)


আতিফ আসলাম এই গানের অপর ভার্সন গেয়েছেন। তবে শ্রোতাদের মতে গানের মধ্যে একাকীত্ব ধরা পড়ে কৈলাস খেরের সংস্করণেই। এক তরফা প্রেমের গল্প বলে এই ছবি।



আরও পড়ুন: Shamshera Song Fitoor: বড়পর্দায় রণবীর-বাণীর রোম্যান্স, প্রকাশ্যে 'শামশেরা' ছবির নতুন গান