সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howarh) আবাদা স্টেশনে (Abada Station) ট্রেনের কাপলার খুলে ভয়ঙ্কর বিপত্তি ঘটে। আজ সকাল ৮টা ৪৮ মিনিটে এই ঘটনাটি ঘটে। যার জেরে ব্যাহত হয় রেল পরিষেবা।                


এদিন, হাওড়াগামী ডাউন উলুবেড়িয়া লোকাল আবাদা স্টেশন ছেড়ে বেরোনোর পর মাঝের দুটি বগির কাপলার খুলে যায়। যাত্রীরা আতঙ্কে চিত্কার শুরু করায় ট্রেন দাঁড়িয়ে পড়ে। পরে বাগনান লোকালে ওঠানো হয় ওই যাত্রীদের। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 


যদিও বড় কোনও বিপত্তি ঘটেনি। চালক তৎপরতার সঙ্গে ট্রেনটি মাঝপথেই থামিয়ে দেন। তারপর ওই ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে গন্তব্যে পাঠানো হয়। ওই লোকাল ট্রেনটিকেও কারশেডে নিয়ে যাওয়া হয়েছে। সাঁকরাইল (Sankrail) ও আবাদা (Abada) স্টেশনের মাঝে ট্রেনের ৭ ও ৮ নম্বর কামরার মাঝের কাপলিং খুলে যায়। তবে বড় কোনও বিপদ ঘটেনি। 


আরও পড়ুন, পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতার


রেলযাত্রীরা জানান, নিত্যদিনের মতো এদিনও সকাল সাড়ে ৮টা নাগাদ উলুবেরিয়া (Uluberia) থেকে হাওড়া (Howrah) গামী লোকাল ট্রেনটি যাত্রীদের নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ করেই সাঁকরাইল (Sankrail) ও আবাদা (Abada) স্টেশনের মাঝে জোরে ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায়। তারপর দেখা যায়, ট্রেনের (Uluberia-Howrah Local) ৭ ও ৮ নম্বর কামরার মাঝখানে কাপলিং খুলে গিয়েছে। কাপলিং খুলে যাওয়ায় আতঙ্কিত হতে পড়েন যাত্রীরা।                               


এদিন ১২টি বগির ট্রেনের ৭টি কামরা বাকি ৫টি কামরার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । খানিক পরেই দক্ষিণ-পূর্ব শাখার অধিকারিকদের উপস্থিতিতে বগিগুলিকে আবার জুড়ে দেওয়া হয় ।