মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের (Maduri Dixit)। প্রায় সাড়ে তিন দশক ধরে বলিউডে দাপিয়ে অভিনয় করছেন তিনি। সৌন্দর্য এবং অভিনয় দক্ষতার মিশেলে দর্শকের অন্যতম পছন্দের অভিনেত্রী মাধুরী। অভিনয় করেছেন ভিন্ন ভিন্ন ধরনের ছবিতে। সিরিয়াস থেকে কমেডি, সমস্ত রকমের ছবিতেও সাবলীল অভিনয় করেন মাধুরী। তবে, তাঁর নাম জড়িয়েছে বেশ কিছু তারকাদের সঙ্গে। যদিও কোনও সম্পর্কের কথাই অফিশিয়ালি স্বীকার করা হয়নি কারও পক্ষ থেকে। তবে, বি টাউনে কান পাতলে বিনোদন এবং ক্রিকেট জগতের বেশ কিছু তারকার সঙ্গে মাধুরী দীক্ষিতের সম্পর্কের কথা শোনা যায়।
১. পর্দায় সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিতের রসায়ন দর্শকদের খুবই পছন্দের। তবে, এই রসায়ন শুধুমাত্র রিল লাইফেই নয়, ছিল তাঁদের বাস্তব জীবনেও। শোনা যায় দুই তারকা বেশ কিছু সময়ে একে অপরের সঙ্গে ডেটিং করেছেন। যদিও গুঞ্জন প্রসঙ্গে শুধুই একে অপরকে ভালো বন্ধুর তকমা দিয়েছেন তাঁরা।
২. অনিল কপূরের সঙ্গে আঠেরোটি ছবি করেছেন মাধুরী দীক্ষিত। বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁদের জুটি অত্যন্ত চর্চিত। কখনও মুখে স্বীকার না করলেও অনিল কপূরের সঙ্গে মাধুরী দীক্ষিতের সম্পর্কের গুঞ্জন রটে।
আরও পড়ুন - Kangana on Mahesh Babu: মহেশ বাবুর 'বিতর্কিত মন্তব্য'কে সমর্থন, কঙ্গনার প্রতিক্রিয়ায় তোলপাড় বি টাউন
৩. বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায়, মাধুরী দীক্ষিতের বিয়ের সময় এক সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ জানিয়েছিলেন যে, তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন। বি টাউনে চর্চিত ছিল দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক।
৪. প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজার সঙ্গেও নাম জড়ায় মাধুরী দীক্ষিতের। তাঁরা একে অপরকে ডেটিং করেন বলেও শোনা যায়। নানা সময় তাঁদের একসঙ্গে দেখা যায়। শোনা যায়, অজয় জাদেজার পরিবার রাজি না থাকায় দুই তারকার সম্পর্ক বিয়ের পূর্ণতা পায়নি।
৫. ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গেও মাধুরী দীক্ষিতের সম্পর্কের কথা শোনা যায়। জানা যায়, অনিল কপূরের সঙ্গে সম্পর্ক ছেদের পর মিঠুনের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী।