শুধু রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও জাতীয় খেলোয়াড় ছিলেন জাহির-পত্নী সাগরিকা
আজ ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার জাহির খানের স্ত্রী তথা বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাড়সের ৩১ তম জন্মদিন। বলিউডে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ২০০৭-এর সিনেমা চক দে ইন্ডিয়া-র মাধ্যমে। এই সিনেমায় তিনি জাতীয় হকি দলের খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর এই ভূমিকা তাঁকে পরিচিত মুখ করে তুলেছিল। বলিউড ছাড়াও আঞ্চলিক ভাষাতেও অনেকগুলি ছবিতে কাজ করেছেন সাগরিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৭-র ২৩ নভেম্বর জাহির খানের সঙ্গে কোর্ট ম্যারেজ করেন তিনি।এরপর হয় গ্র্যান্ড রিসেপশন।
সাগরিকার সম্পর্ক বলিউডের সঙ্গেও রয়েছে। তাঁর বাবা বিজেন্দ্র ঘাটসে বলিউডের প্রখ্যাত অভিনেতা। বিজেন্দ্র হিরো ছিলেন না, কিন্তু সহায়ক অভিনেতা হিসেবে সিনেমায় অভিনয় করে নিজের একটি পৃথক পরিচয় গড়ে তোলেন। যদিও মেয়ে সাগরিকার সিনেমায় আসা নিয়ে তিনি খুব একটা খুশি ছিলেন না বলে খবর।
অনেকেই জানেন না যে রাজপরিবারের সঙ্গেও সম্পর্ক রয়েছে সাগরিকার। সাগরিকার জন্ম মহারাষ্ট্রের কোলাপুরে। প্রায় আট বছর সেখানেই ছিলেন। তাঁর সম্পর্ক কোলাপুরের শাহী পরিবারের সঙ্গে। সাগরিকার প্রপিতামহ কোলাপুরের মহরাজ ছিলেন। সাগরিকার ঠাকুমার রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত।
শুধু সিনেমাতেই নয়, বাস্তব জীবনেও সাগরিকা জাতীয় স্তরের খেলোয়াড় ছিলেন। তিনি খুব ভালো হকি খেলোয়াড়। এই দক্ষতাই তাঁর চক দে ইন্ডিয়া সিনেমায় সুযোগ পাওয়ার একটা বড় কারণ। এই সিনেমায় জাতীয় দলের কোচের ভূমিকায় ছিলেন শাহরুখ খান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -