শ্রদ্ধার পড়াশোনা বস্টন বিশ্ববিদ্যালয়ে। স্কুল-কলেজে পড়াশোনার সময় অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল তাঁর। মাঝেমধ্যেই নাটকে অভিনয় করতেন। এমনই একটি নাটকে শ্রদ্ধার অভিনয় দেখে খুবই ভালো লেগে গিয়েছিল সলমনের। তখনই তাঁকে সিনেমায় লঞ্চ করতে চেয়েছিলেন সলমন। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন শ্রদ্ধা। পড়াশনার কারণেই ওই প্রস্তাবে রাজি হতে পারেননি তিনি।
শ্রদ্ধা খুবই মেধাবী ছাত্রী ছিলেন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯৬ শতাংশ নম্বর পেয়েছিলেন। এরপর পড়াশোনার জন্য বিদেশে চলে যান। বাবা-মা চাইতেন, শিক্ষা জগতেই যুক্ত থাকুন শ্রদ্ধা। কিন্তু অভিনয়ের প্রতি আকর্ষণই তাঁকে রূপোলি পর্দায় নিয়ে আসে।
শ্রদ্ধা এমনিতে খুবই মিষ্টি ও শান্ত স্বভাবের। কিন্তু খুব তাড়াতাড়ি রেগে যান তিনি। তাঁর বাবা শক্তি কপূরও স্বীকার করেছেন, রেগে গেলে শ্রদ্ধাকে সামলানো খুব কঠিন হয়ে ওঠে।