নয়াদিল্লি: দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে যাতে ওষুধের ঘাটতি না দেখা দেয় সেটা নিশ্চিত করার লক্ষ্যে প্যারাসিটামল এবং ২৫টি ওষুধ তৈরির উপাদান রফতানির উপর নিয়ন্ত্রণ জারি করল ভারত। আজ ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, ব্যথা কমানো ও জ্বর সারানো সংক্রান্ত ২৬টি ওষুধ ও ওষুধ তৈরির উপাদান রফতানিতে লাইসেন্স লাগবে।


ভারতই বিশ্বের সর্ববৃহৎ ওষুধ নির্মাতা। সারা বিশ্বের প্রায় ২০ শতাংশ ওষুধ ভারতে তৈরি হয়। তবে ওষুধ তৈরির জন্য যে রাসায়নিক উপাদান প্রয়োজন হয়, তার দুই-তৃতীয়াংশের জন্য চিনের উপর নির্ভর করে ভারতের ওষুধ সংস্থাগুলি। কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে চিনের ওষুধ কারখানাগুলি বন্ধ হয়ে গিয়েছে। এর প্রভাব পড়েছে ওষুধ তৈরির রাসায়নিক সরবরাহের উপর। এরই মধ্যে ভারতেও করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে। সেই কারণেই ওষুধ মজুত করে রাখার উপর জোর দেওয়া হচ্ছে।

সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। চিন ছাড়াও দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, ইতালির মতো দেশগুলিতেও মারাত্মক আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এই দেশগুলিতে ভারতীয়দের না যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে এই দেশগুলির নাগরিকদের নতুন করে ভারতের ভিসা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।