নয়াদিল্লি: তিনি বলিউডের তারকা অভিনেতা (Bollywood Actor)। তবে গত দু-আড়াই বছরে যখন গোটা বিশ্ব গৃহবন্দি হয়েছিল তখন তাঁকে নতুন করে আবিষ্কার করে দেশবাসী। সমাজকর্মে অন্য নিদর্শন তৈরি করেন এই অভিনেতা। তিনি সোনু সুদ (Sonu Sood)। আজ তাঁর জন্মদিন (birthday)। ৪৯-এ পা দিচ্ছেন দেশবাসীর প্রাণের মানুষ।


জন্মদিনে চেনা যাক পর্দার 'ছেদি সিং' সোনু সুদকে


সমাজকর্মের সঙ্গে সঙ্গে দুর্দান্ত এক অভিনেতা সোনু সুদ। প্রত্যেক চরিত্রে দর্শকদের নতুন কিছু উপহার দিয়েছেন তিনি। আজ তাঁর জন্মদিনে রইল ভিন্ন ভাষায় সোনু সুদের বাছাই করা কিছু ছবির নাম।


একজন স্ব-নির্মিত অভিনেতা যিনি ২০০২ সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম হিন্দি ছবি 'শহীদ-এ-আজম' করেছিলেন, ইন্ডাস্ট্রিতে প্রায় কুড়ি বছর পূর্ণ করলেন। এছাড়াও তিনি একাধিক তামিল, তেলুগু, কন্নড় ছবিতে অভিনয় করেছেন। খলনায়কের চরিত্রেও তিনি দুর্দান্ত।


'দাবাং' (Dabangg): ২০১০ সালে মুক্তি পায় সলমন খানের 'দাবাং'। ছবিতে খল চরিত্র ছেদি সিংহ হিসেবে তাঁকে দেখা যায়। বলা বাহুল্য নজর কেড়েছিলেন তিনি। 


'যোধা আকবর' (Jodhaa Akbar): ২০০৮ সালে মুক্তি পায় এই ছবি। একেবারে অন্য ধরনের চরিত্রে সোনুকে দেখা যায়। ছবিতে যোধা বাঈয়ের ভাই সুজামলের চরিত্রে দেখা যায় অভিনেতাকে। প্রবল পরিমাণে প্রশংসিত হয় তাঁর চরিত্র।


'বুড্ঢা... হোগা তেরা বাপ' (Bbuddah… Hoga Terra Baap): ২০১১ সালের হিন্দি ভাষার এই অ্যাকশন-কমেডি ঘরানার ছবিতে অভিনয় করেছিলেন। পুরী জগন্নাদ পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। পুলিশের চরিত্রে অভিনয় করেন সোনু।


আরও পড়ুন: Janhvi On Ranveer Singh: 'শিল্পীর স্বাধীনতা', রণবীর সিংহের ন্যুড ফটোশ্যুট প্রসঙ্গে মন্তব্য জাহ্নবী কপূরের


'জুলই' (Julayi) (তেলুগু): ২০১২ সালে তেলুগু ভাষার ছবিতে নজর কাড়েন। এই ছবিতেও ভিলেনের চরিত্রে দেখা যায় তাঁকে। চরিত্রের নাম 'গুরুজি' ত্রিবিক্রম শ্রীনিবাস। ছবিতে, সোনুকে একজন ঠগ হিসেবে দেখা যায় যে ব্যাঙ্ক ডাকাতির জন্য একটি দলের সঙ্গে জোট বাঁধে। বাণিজ্যিকভাবে সফল এই ছবি তামিল ভাষায় 'সাগসম' নামে পুনঃনির্মিত হয়।


'বিষ্ণুবর্ধন' (Vishnuvardhana) (কন্নড়): ২০১১ সালে মুক্তি পায়। পোন কুমারান পরিচালিত এই ছবিতে এক গুন্ডার চরিত্রে দেখা যায় সোনুকে। ছবির নায়ক গুন্ডাদের একটি ফোন চুরি করার পরে কীভাবে একের পর এক জিনিস উন্মোচিত হয় তা নিয়ে গল্পের প্লট।


সবশেষে, দুর্গতদের সহায় সোনু সুদকে জন্মদিনের অঢেল শুভেচ্ছা।