মুম্বই: রাত পোহালেই বিয়ে। তার আগে নাচে-গানে ফের মাতিয়ে দিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। সোমবার ছিল তাঁর গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানেই পরিবার এবং ইন্ডাস্ট্রির কাছের বন্ধুদের নিয়ে আনন্দে ভাসলেন তিনি। সেই ভিডিয়ো সামনে আসতেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর শুভাকাঙ্খীরা।
অঙ্কিতার গায়ে হলুদের অনুষ্ঠান (Ankita Lokhande Haldi Ceremony) থেকে বেশি কিছু ভিডিয়ো সামনে এসেছে। তাতে জনপ্রিয় গানের তালে পা মেলাতে দেখা গিয়েছে অভিনেত্রী। এর মধ্যে একটি ভিডিয়োয় ‘ঝুমকা বরেলিওয়ালা’ গানে নাচতে দেখা গিয়েছে অঙ্কিতা। তাতে তাঁর পরনে ছিল জরির কাজ করা লাল রঙের শারারা, কুর্তি এবং দোপাট্টা। কানে ভারী দুল।
এর আগে, রবিবার বিবাহ-পূর্ব অনুষ্ঠানের (Ankita Lokhande Wedding) একাধিক ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অঙ্কিতা। তাতে গোলাপি এবং সাদা লেহঙ্গায় দেখা যায় তাঁকে। অনুষ্ঠানে তাঁকে যোগ্য সঙ্গ দেন হবু স্বামী ভিকি জৈনও (Vicky Jain)। ছবিতে ছবিতে অঙ্কিতা লেখেন, ‘‘পরস্পরের মধ্যে যে ভালবাসা রয়েছে, তাতেই মেহেন্দির দিনের সাজ এত সুন্দর হয়ে ফুটে উঠেছে। গভীর অর্থবহ। অবিস্মরণীয়।’’
বিয়ের আগেই সম্প্রতি পায়ে চোট পান অঙ্কিতা। হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল তাঁকে। সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু পায়ে চোট নিয়েই বিবাহ-পূর্ব প্রত্যেকটি অনুষ্ঠান চুটিয়ে উপভোগ করেছেন অঙ্কিতা।
বিগত তিন বছরের সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন অঙ্কিতা এবং ভিকি। মুম্বইয়ে তাঁদের বিবাহ অনুষ্ঠানে টেলিপাড়ার বহু তারকাকেই দেখা যাবে। শেষ বার ‘পবিত্র রিস্তা: ইটস নেভার টু লেট’-এ দেখা গিয়েছিল অঙ্কিতাকে। প্রাক্তন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে অভিনীত অঙ্কিতার প্রথম সিরিয়াল ছিল ‘পবিত্র রিস্তা’। ওয়েব সংস্করণ ‘পবিত্র রিস্তা: ইটস নেভার টু লেট’-কে ‘পবিত্র রিস্তা’র সিকোয়েল হিসেবে তুলে ধরা হয়।
কেরিয়ারে একেবারে শুরু থেকে অঙ্কিতা এবং সুশান্ত সম্পর্কে ছিলেন। বলিউডে সুশান্তের জনপ্রিয়তা যত বাড়তে থাকে, ধীরে ধীরে ছেদ পড়তে শুরু করে তাঁদের সম্পর্কে। দীর্ঘ টানাপড়েনের পর সম্পর্ক থেকে বেরিয়ে আসেন দু’জনে। কিন্তু গত বছর সুশান্তের মৃত্যুর পর নিজেকে ধরে রাখতে পারেননি অঙ্কিতা। সুশান্তের বাড়িতে বিধ্বস্ত অবস্থায় দেখা গিয়েছিল তাঁকে। সেই পর্ব কাটিয়ে শেষ মেশ নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন অঙ্কিতা। তবে তাঁর বিয়ের অনুষ্ঠানেও সুশান্ত অভিনীত ‘রাবতা’ ছবির গান বেজেছে।