মুম্বই:  প্রেম মে তোহরে অ্যায়সে পরি ম্যায়........সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘বেগম জান’-এর এই গানে এখন মুগ্ধ সঙ্গীতপ্রেমীরা। আর সেটাই একজন সঙ্গীতশিল্পীর কাছে শ্রেষ্ঠ প্রাপ্তি। গানটি দর্শকদের উপহার দিয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী ৮৩ বছরের আশা ভোঁসলে। শুনুন সেই গান



বর্তমানে বলিউডে যে ধরনের গান চলছে, সেখানে এই গান একেবারেই অন্যমাত্রার। দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে এই গানের কথা ও সুর। এখানে আশার গলায় লিপ দিয়েছেন বিদ্যা বালন। তিনি এখানে এক ছোট যৌনপল্লীর মালকিনের চরিত্রে অভিনয় করছেন। ১৯৪৭ সালে দেশভাগের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবি।

ছবির অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দীন শাহ, গ্বোহর খান এবং পল্লবী শারদা।