মুম্বই: কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সারা আলি খান আর হর্ষবর্ধন কপূর নাকি প্রেম করছেন। একসঙ্গে ডিনারে গিয়েছেন তাঁরা, সর্বসমক্ষে একে অপরকে বেবি বলে ডেকেওছেন।

এবার তাঁদের আরও একটি ছবি প্রকাশ্যে এসেছে। তিনদিন আগের এই ছবিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের বান্দ্রায় এক ফুড জয়েন্টে বসে তাঁরা বার্গার খাচ্ছেন। কবে এই ছবি উঠেছে জানেন? গোটা শহর যেদিন জাস্টিন বিবারের কনসার্ট দেখতে ভেঙে পড়েছিল, সেদিন।

এর আগে হর্ষবর্ধন ইনস্টাগ্রামে একটি মেয়ের ছবি পোস্ট করেন, যদিও তাঁর মুখ দেখা যাচ্ছিল না। ছবিটি সারার কিনা জল্পনা শুরু হতেই ওই পোস্ট ডিলিট করে দেন তিনি।



হর্ষবর্ধন মির্জা ছবির মাধ্যমে বলিউডে এসেছেন। এরপর তাঁকে দেখা যাবে বিক্রমাদিত্য মোতওয়ানের ভবেশ জোশী ছবিতে। সারাও শিগগিরই বলিউডে নাম লেখানোর অপেক্ষায়। শোনা যাচ্ছে, সলমন খানের ভগ্নীপতি আয়ুষ শর্মার বিপরীতে ছবি করতে চলেছেন তিনি।