মানুষীর বাবা মা চিকিৎসক, তিনি নিজেও ডাক্তারি পাশ করেছেন।
এই তিনজন ছাড়াও ভিনালি ভাটনগর জিতেছেন মিস অ্যাকটিভ পুরস্কার ও বামিকা নিধি জিতেছেন বডি বিউটিফুল শিরোপা।
এ বছর নতুনভাবে হয় মিস ইন্ডিয়া প্রতিযোগিতা দেশের ৩০টি রাজ্যে ঘুরে ঘুরে। ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডের মেয়েরা প্রতিযোগিতায় সামিল হন। এই প্রথম ফাইনালে প্রতিযোগিনীরা পরেন ভারতীয় পোশাক, যা বানিয়েছেন ডিজাইনার মণীশ মালহোত্রা।
প্রতিযোগিতার বিচারক ছিলেন গত বছরের মিস ওয়ার্ল্ড স্টেফানি ডেল ভালে, অভিনেতা অর্জুন রামপাল, বিপাশা বসু, বিদ্যুৎ জামওয়াল, ইলিয়ানা ডি ক্রুজ, ডিজাইনার মণীশ মালহোত্রা, অভিষেক কপূর প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর ও রীতেশ দেশমুখ।