কলকাতা: টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী নুসরত জাহান নাকি বিয়ে করেছেন। তাও অল্পদিনের খবর নয়, কয়েক বছর ধরেই তিনি নাকি বিবাহিত। বয়ফ্রেন্ড ভিক্টর ঘোষকে কোনও এক ডিসেম্বরে বিয়ে করেছেন তিনি।

ভিক্টর বা নুসরত কেউই অবশ্য বিয়ের খবর এখনও স্বীকার করেননি, তাঁদের দাবি, তাঁরা লিভ ইন করেন। কিন্তু শোনা যাচ্ছে, তাঁরা ইতিমধ্যেই বিবাহিত।

ভিক্টর জামশেদপুরের ছেলে, আছেন অসামরিক উড়ান পরিবহনে। বিদেশে যাওয়ার সময় নাকি নুসরতের সঙ্গে তাঁর আলাপ। গোপনে বিয়ে করে বালিগঞ্জের এক অভিজাত এলাকায় উঠে এসেছেন তাঁরা।

জানা যাচ্ছে, পেশাগত ও ব্যক্তিগত কারণে নুসরত খোলাখুলি তাঁর বিয়ের কথা স্বীকার করতে পারছেন না। কিন্তু তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা সকলে এ ব্যাপারে জানেন। নুসরতের বুকে ভিক্টরের নামে ট্যাটুও রয়েছে। ভিক্টর তাঁকে ছবি পছন্দ করার ব্যাপারে সাহায্য করেন, নুসরত আবার ভিক্টরকে সাহায্য করছেন তাঁর রেস্তোঁরার ব্যবসা সংক্রান্ত কাজে।

এর আগে নুসরতের নাম জড়িয়েছিল এক টলিউডের প্রযোজকের সঙ্গে। কিন্তু তাতে কান দেননি তিনি। যাঁর সঙ্গে নাম জড়ায়, তিনিও নাকি জানতেন, নুসরত বিবাহিত।

নুসরত অবশ্য ভিক্টরের সঙ্গে তাঁর বিয়ের কথা এখনও স্বীকার করেননি। তাঁর দাবি, তিনি বাগদত্তা, শিগগিরই বিয়ে করবেন। আর যেদিন করবেন, গোটা শহর সেদিন তা জানতে পারবে, টানা ৭ দিন ধরে বিয়ে করবেন তিনি। তাঁর কথায়, ৬ বছর ধরে তাঁরা লিভ ইন করছেন, আগামী বছরের মধ্যে সেরে ফেলবেন বিয়ে।