মুম্বই: চলচ্চিত্রের সেটে তাঁকে একাধিকবার হেনস্থা করেছেন অভিনেতারা। তবে সেগুলি যৌন হেনস্থা ছিল না। তাঁকে অপমান করা হয়েছিল। বেশ কয়েকবার তিনি খারাপ ব্যবহার পেয়েছেন। এমনই দাবি করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, ‘বিভিন্ন ক্ষেত্রে হেনস্থার ঘটনা ঘটে থাকে। অনেকেরই ইগোর সমস্যা আছে। আমাকে যৌন হেনস্থা করা না হলেও, বেশ কয়েকবার অপমান করা হয়েছে। সেটা যৌন হেনস্থা না হওয়ায় #MeToo-র মধ্যে পড়বে না, কিন্তু তা সত্ত্বেও সেটা হেনস্থা তো বটেই।’


নিজের খারাপ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কঙ্গনা জানিয়েছেন, ‘আমাকে সেটে ৬ ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করা হয়েছে, আমাকে যাতে দাঁড়িয়ে থাকতে হয় তার জন্য ইচ্ছাকৃতভাবে ভুল কল টাইম দেওয়া হয়েছে, আমি যাতে যেতে না পারি তার জন্য ভুল তারিখের কথা বলা হয়েছে, নায়করা শেষমুহূর্তে শ্যুটিং বাতিল করেছেন। অনেক সময় আমাকে চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, আমাকে ছাড়াই ট্রেলার প্রকাশ করা হয়েছে।’

কঙ্গনা আরও দাবি করেছেন, ‘#MeToo আন্দোলনের ফলে বলিউডের অভিনেতারা ভয় পেয়ে গিয়েছেন। যতদিন না সমস্যার সমাধান হচ্ছে, ততদিন আন্দোলন থামবে না। অভিনেতাদের ভয় পাইয়ে দিতে হবে। মেয়েরা কাজ হারালে কী হবে, এই ভাবনা বদলানো দরকার। আমার মনে হয়, মর্যাদা ছাড়া জীবন চলতে পারে না। তাই মুখ খোলার বিষয়ে ভয় পাওয়া উচিত নয়। সেটে কঠোর নিয়ম চালু করা উচিত। আমাদের আরও সংবেদনশীল হওয়া উচিত।’