কিন্তু মল্লিকা সোশ্যাল মিডিয়ায় ১১ বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার! প্রেসিডেন্ট না হলেও প্রথম অশ্বেতাঙ্গ মহিলা হিসেবে ভাইস প্রেসিডেন্ট হয়ে নজির গড়েছেন কমলা হ্যারিস। আর তাই মল্লিকার সেই ভবিষ্যৎবাণী নিয়ে নেটিজেনদের প্রশংসা, মল্লিকা তো দেখছি টাইম ট্রাভেলর!
২০০৯ সালে ২৩ জুন কমলা হ্যারিসের সঙ্গে দেখা করার পর মল্লিকা সোশ্যাল সাইটে লিখেছিলেন, ‘দারুণ একটা ইভেন্ট যোগ দিয়েছিলাম। সময় কাটালাম এমন একজনের সঙ্গে যাকে ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্ট বলা হয়। কমলা হ্যারিস। নারীশক্তি!’
এদিকে, কমলা হ্যারিসের সঙ্গে তাঁর ভাইজি প্রীত-র ছবি পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা। আর শুভেচ্ছা জানানোর পাশাপাশি তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরম গ্রাম কমলার হাত ধরে ইতিহাসে স্থান পেয়ে গেল বলে জানিয়েছেন কমল হাসান।