কলকাতা: মুক্তি পেয়েছে বাংলা ছবি 'হাওয়া' (Hawa)। এই ছবির সাফল্যের চূড়ায় বসে থাকলেও মনটা ভালো নেই অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury)। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সদ্যই প্রয়াত হয়েছেন তাঁর বাবা। পিতৃহারা হয়েছেন তিনি। গত ২৭ ডিসেম্বর প্রয়াত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা। আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আবেগঘন বার্তা শেয়ার করলেন তিনি। তাঁর পোস্ট দেখে চোখে জল নেটিজেনদের।


বাবার প্রয়াণে শোকাগত চঞ্চল চৌধুরীর আবেগঘন বার্তা-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিটি সাদা-কালো স্কেচ। সঙ্গে লিখেছেন অনেক কথা। চঞ্চল চৌধুরী লিখেছেন, '২৭ ডিসেম্বর রাতে বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেলো এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে। সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গিয়েছিলাম যে, বাবাকে তো নদীর পাড়েই রেখে এসেছি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। সারা বাড়ি ময়, ঘর ময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবেস 'চঞ্চল... বাবা ঘুমাইছো??' বাবার কোন কথা আর কোন দিন কানে বাজবে না। বাবাকে দেখতে পাবো না। এগুলো কোন ভাবেই মেনে নিতে পারছি না।'



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Urfi Javed: তুনিশার মৃত্যুতে অভিযুক্তর পাশে উরফি, শিজানকে সমর্থন করে কী বললেন?


তিনি আরও লিখছেন, 'যখন এই কথাগুলো লিখছি, শীতের এই সকালে বাবার শালটাই আমার শরীরে জড়ানো। যে জায়গায় রোদে বসে আছি, এ জায়গায় বসেই বাবা রোদ পোহাতো। রোদের উষ্ণতা নয়... বাবার শরীরের কোমল উঞ্ছতা খুঁজে ফিরছি এখন। বাকী জীবনটা হয়তো এভাবেই খুঁজতে হবে। (বাবার প্রয়াণে যে সকল সুহৃদ আমাদেরকে নানান ভাবে সমবেদনা জানিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা)' (অপরিবর্তিত)। চঞ্চল চৌধুরীর লেখা পড়ে চোখের জল ধরে রাখতে পারেননি অনুরাগীরা। তাঁর তাঁর বাবার আত্মার শান্তি কামনা করেছেন।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">