মুম্বই: গত ২৪ ডিসেম্বর প্রয়াত হয়েছেন তুনিশা শর্মা (Tunisha Sharma)। ছোট পর্দার পরিচিত মুখ ছিলেন তিনি। পাশাপাশি তাঁকে দেখা গিয়েছে বড় পর্দাতেও। বেশ কিছু ছবিতে নায়িকার ছোটবেলার টরিত্রে অভিনয় করেন তুনিশা। তাঁর অস্বাভাবিক মৃত্যতে (Tunisha Sharma Death) শোকস্তব্ধ বিনোদন জগত। ধারাবাহিকের সেটে মেকআপ রুমে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। ইতিমধ্যেই তুনিশার মৃত্যুতে পুলিশ গ্রেফতার করেছে তাঁর প্রাক্তন প্রেমিক শিজান খানকে (Sheezan Khan)। তাঁর বিরুদ্ধে উঠেছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। আর এবার অভিযুক্তর পাশে দাঁড়ালেন উরফি জাভেদ (Urfi Javed)।


তুনিশা মৃত্যু মামলায় অভিযুক্ত শিজান খানের পাশে উরফি জাভেদ-


নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্ট করেন উরফি জাভেদ। লেখেন, 'তুনিশার মৃত্যুতে আমার দৃষ্টিভঙ্গী। হ্যাঁ, হতে পারে ও (শিজান খান) ভুল। ও প্রতারণা করেছে তুনিশার সঙ্গে। কিন্তু ওর মৃত্যুর জন্য আমরা শিজানকে দায়ী করতে পারি না। যে থাকতে চায় না, তাকে তুমি রেখে দিতে পারো না। মেয়েদের বলছি কেউ নয়, আবারও বলছি কেউ জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। কারও জন্য জীবন বিসর্জন দেওয়া উচিত নয়।' 



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">



আরও পড়ুন - Bollywood Celebrity Updates: বাবা-মেয়ের একইদিনে জন্মদিন, রাজেশ খন্নার অদেখা ছবি পোস্ট টুইঙ্কলের


নিজের পোস্টে ভালোবাসাকে সম্মান দেওয়ার কথা লিখেছেন উরফি জাভেদ। তার সঙ্গেই মনে করিয়ে দিয়েছেন যে, কারও জন্য জীবন দেওয়া উচিত নয়। উরফি আরও লেখেন, 'মনে করো তাদের কথা, যারা তোমাকে খুব ভালোবাসে। তারা এখন কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দয়া করে সময় দাও। এমনকি আত্মহত্যা করলে কোনও সমস্যার সমাধান হয় না। কিচ্ছু শেষ হয়ে যায় না।'