মাদুরাই: অভিনেতা ধনুষ তাঁদের সন্তান বলে দাবি করে এক বয়স্ক দম্পতি যে আবেদন করেছেন, তা খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট।
দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি পি এন প্রকাশ ওই দম্পতির দাবি বাতিল করে দেন। তবে তাঁদের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তাঁরা।
ওই দম্পতির নাম আর কাথিরেসন ও মীনাক্ষী। মেলুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁরা আর্জি জানান, ধনুষ তাঁদের ছেলে। তাঁর কাছ থেকে মাসে ৬৫,০০০ টাকা করে খোরপোষ দাবি করেন।
বয়স্ক ওই স্বামী-স্ত্রীর বক্তব্য, ধনুষ তাঁদের তৃতীয় সন্তান, স্কুলে পড়ার সময় বাড়ি থেকে পালিয়ে যান। তারপর থেকে আর তাঁর খোঁজ পাননি। বহুদিন পর একদিন সিনেমা দেখতে গিয়ে তাঁরা পর্দায় তাঁকে দেখতে পান ও চিনতে পারেন। চেন্নাইয়ে তাঁর সঙ্গে দেখা করারও চেষ্টা করেন তাঁরা কিন্তু সফল হননি।
যদিও ধনুষ এই সব দাবি অস্বীকার করেন। তিনি বলেন, ওই দম্পতিকে তিনি চেনেন না।
দম্পতির দাবি মেনে ধনুষের শরীরে সনাক্তকরণ চিহ্ন সংক্রান্ত ডাক্তারি পরীক্ষাও হয়েছে, সেই রিপোর্ট জমা পড়েছে আদালতে।
অভিনেতা ধনুষের মা-বাবা হিসেবে স্বীকৃতি চেয়ে দম্পতির দাবি খারিজ করল হাইকোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2017 04:16 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -