মুম্বই: চলচ্চিত্র জগতের বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টি করার অভিযোগ যে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরের লোকেরাই আনছেন তা নয়, অভিযোগের আঙুল তুলছেন বাইরের লোকেরাও। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর থেকেই বলিউডে শুরু হয়ে গিয়েছে ট্যুইট-যুদ্ধ।

এবার প্রযোজক-পরিচালক বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে প্রকাশ্যে অপমান করার অভিযোগ আনলেন লেখক চেতন ভগত। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। সরাসরি বললেন, তাঁর আচরণে তো আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি!



নিজের ট্যুইটার হ্যান্ডেলে চলচ্চিত্র সমালোচকদের সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ নিয়ে লেখার ক্ষেত্রে সংবেদনশীল হয়ে লেখার পরামর্শ দেন চেতন।
তারই প্রত্তুত্তর ট্যুইটে বিধু বিনোদ চোপড়ার স্ত্রী বিখ্যাত চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া লেখেন, 'যতবার আপনি এসব নিয়ে ভাববেন,আলোচনার মান আরও নেমে যাবে!'



তখন চেতন মেজাজ হারিয়ে বিধু বিনোদের বিরুদ্ধে প্রকাশ্যে অপমান করার অভিযোগ আনেন। জানান, সেই অপমানের পর তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন! পরে আরও একটি ট্যুইটে চেতন জানান, তাঁর লেখা উপন্যাস 'ফাইভ পয়েন্ট সামওয়ান'-এর উপর ভিত্তি করেই ২০০৯-এ থ্রি ইডিয়টস সিনেমাটি তৈরি করা হয়েছিল। সে-বছরের প্রত্যেক অ্যাওয়ার্ড ফাংশানের চিত্রনাট্য বিভাগে পুরস্কার পেয়েছিল ছবিটি। অথচ চেতনের নামটি একবারের জন্যও নেননি বিধু। ইন্ডাস্ট্রিতে সদ্য আসার পর এই ঘটনার খুব খারাপ প্রভাব পড়েছিল তাঁর মনে।

চেতন ভগতের উপন্যাস নিয়ে বলিউডে একাধিক ছবিই তৈরি হয়েছে। তা বক্সঅফিসে সাফল্যও পেয়েছে। এর মধ্যে 'টু স্টেটস', 'কাই পো ছে' অন্যতম।