মুম্বই: শিগগিরই মুক্তি পাচ্ছে ভূমি, জেলমুক্তির পর তাঁর প্রথম ছবি। প্রমোশন নিয়ে ভীষণ ব্যস্ত সঞ্জয় দত্ত কাজের ফাঁকেই জানাচ্ছেন, স্ত্রীর সঙ্গে তাঁর উষ্ণ সম্পর্কের কথা।

এক টিভি চ্যানেলে নিজের জুতোজোড়া দেখিয়ে সঞ্জয় বলেছেন, যেখান সেখান থেকে নয়, এই জুতো আসে মেক্সিকো থেকে। এগুলোই তাঁর ওপর ব্যবহার করেন মান্যতা। সঞ্জয় বলেছেন, এই জুতোগুলো মেশিনে নয়, হাতে তৈরি। আগ্রার মুচিরা এগুলো বানাতে পারবে না। মেক্সিকোর এক মুচি এই জুতো বানায়, তাকে খুঁজে পেতে তাঁকে প্রচুর কষ্ট করতে হয়েছে।

সঞ্জুবাবা জানিয়েছেন, মেক্সিকান ওই মুচি তাঁকে ক্যাটালগ পাঠায়, সেখান থেকে তিনি বেছে নেন নিজের জুতো। চামড়ার নয়, এই জুতো তৈরি হয় প্লাস্টিকে। এ রকম বহু জুতো তাঁর আছে, তাঁর স্ত্রী ইচ্ছেমত এগুলো দিয়ে তাঁর মাথায় টুকটাক করে মারেন।

মান্যতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সঞ্জয়ের সঙ্গে রোম্যান্টিক ছবিতে ভর্তি। সঞ্জয়ের কথাতেই পরিষ্কার, তাঁর এই তৃতীয় বিয়ে সত্যিই সুখের হয়েছে।