নয়াদিল্লি:  ১৩ বছরের সম্পর্কে ছেদ পড়ল দক্ষিণী অভিনেত্রী গৌতমী এবং অভিনেতা কমল হাসানের। গৌতমী জানিয়েছেন, চরম সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। আর একসঙ্গে থাকবেন না তাঁরা। তবে কমলের প্রতিভা, অভিনয়ের ভক্ত থেকেই যাবেন তিনি।

অভিনেতা কমল হাসানের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন গৌতমী নিজেই। নিজের ব্লগে গৌতমী লিখেছেন, এই সিদ্ধান্তটি নেওয়া আমার পক্ষে খুব কঠিন ছিল। কিন্তু আমার জন্য এটা প্রয়োজনীয় হয়ে পড়েছিল। হৃদয়বিদারক সত্যিটা মেনে নিতেই আমার অন্তত বছর দুয়েক সময় লেগেছে। কারণ সবার আগে আমি একজন মা এবং নিজের সন্তানকে মানুষ করা, তার দায়িত্ব নেওয়া, সেরা মা হয়ে ওঠা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৪৮ বছর বয়সি গৌতমী এবং বছর ৬১-র কমল হাসান দীর্ঘ ১৩ বছর লিভ-ইন রিলেশনে ছিলেন। বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ‘‌অপূর্বা সাগোধারাগাল’ সিনেমাটি‌। শেষবার ২০১৫ সালে ‘‌পাপানাসাম’‌ ছবিতে দু’‌জন একসঙ্গে কাজ করেছেন। কমলের সঙ্গে সম্পর্কের পূর্বে ব্যবসায়ী সন্দীপ ভাটিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল গৌতমীর। তাঁদের একটি মেয়েও রয়েছে। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ডিভোর্স হয়ে যায়। গৌতমীর সঙ্গে সম্পর্ক শুরুর আগে দুবার বিয়ে হয় কমলেরও। দ্বিতীয় পক্ষের দুই কন্যাও রয়েছে তাঁর। শ্রুতি এবং আকশারা। দুজনেই অভিনেত্রী।