কলকাতা: অনেকেরই প্রত্যাশা ছিল, সমস্যা মিটিয়ে তিনি আবার ছবিতে ফিরে আসবেন। কারণ 'হেরা ফেরি'-র সিক্যুয়াল তাঁকে ছাড়া কার্যত ভাবা অসম্ভব। তবে সেই সমস্ত আশায় জল ঢাললেন অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। 'হেরা ফেরি ৩' থেকে খাতায় কলমে বেরিয়ে গেলেন তিনি। এতদিন পর্যন্ত তাঁর বেরিয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছিল। তবে অনেকেই আশা করেছিলেন, পরেশ রাওয়াল আবার এই ছবিতে ফিরে আসবেন। তবে সেই আশা আর রইল না। ছবিটি থেকে পাকাপাকিভাবে বেরিয়ে গেলেন তিনি।
জানা যাচ্ছে, পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা করেছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। অভিযোগ ছিল, পরেশ রাওয়াল এই ছবি থেকে সরে যাওয়ার ফলে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। তবে জানা গিয়েছে, পরেশ রাওয়াল, এই ছবি থেকে বেরিয়ে গিয়ে ১৫ শতাংশ সুদ সহ ১১ লাখ টাকা প্রযোজনা সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন। জানা যাচ্ছে, এই ছবিটি করার জন্য নাকি বাজারদরের থেকে ৩ গুণ টাকা বেশি নিয়েছিলেন পরেশ রাওয়াল। তবে তিনি ১১ লাখ টাকা দিয়ে ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তাঁর পাওয়ার কথা ছিল ১৫ লাখ টাকা। বাকি টাকা সুদ সমেত ছবি মুক্তির পরে তাঁকে দেওয়া হবে, এই রকমই চুক্তি হয়েছিল। তবে সেই টাকা পাওয়ার আর কোনও কথাই নেই। কারণ ছবিটি থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল।
ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ২০২৬ থেকে। অর্থাৎ ছবিটির ২০২৬ -এর শেষের দিকে বা ২০২৭ সালের আগে মুক্তির কোনও সম্ভাবনা ছিল না। হিসেব মতো পরেশ রাওয়ালকে বাকি টাকার জন্য আগামী ২ বছর অপেক্ষা করতে হত। সেটাও তাঁর এই ছবি থেকে বেরিয়ে যাওয়ার কারণ বলে মনে করছেন অনেকে। তবে পরেশ রাওয়াল বেরিয়ে যাওয়ার পরে কীভাবে গল্প সাজানো হয়, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন সবাই।
অন্যদিকে, অভিযোগ উঠেছিল, এই ছবির শ্যুটিং শুরু করার পরে নাকি এই ছবিটি থেকে বেরিয়ে গিয়েছেন পরেশ রাওয়াল। তিনি 'অপেশাদার'-এর মতো কাজ করেছেন। তবে, সম্প্রতি, পরেশ রাওয়ালের ঘনিষ্ঠ সূত্র থেকে বলা হয়েছে, 'যে মানুষটা ৪ দশক ধরে অভিনয় পেশার সঙ্গে যুক্ত, কিছু না জেনে শুনে তাঁকে অপেশাদার দাগিয়ে দেওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। হাস্যকর ও বটে। একটা কথা স্পষ্ট করে দেওয়া দরকার... ছবির শ্যুটিং কিন্তু এখনও শুরু হয়নি। এর আগে কেবল মাত্র একটা প্রোমো শ্যুটিং হয়েছে। সেটা ছবির শিডিউলের অংশই নয়। সিনেমাটার শ্যুটিং শুরু হওয়ার কথা আগামী বছর থেকে। সেটে অ্যাকশন কাট বলার অনেক আগেই ছবি থেকে বেরিয়ে গিয়েছেন পরেশ রাওয়াল। তিনি কোনও ক্ষতি করতে চান না বলেই শ্যুটিং শুরু করার আগে ছবি থেকে বেরিয়ে গিয়েছেন।